দেশের সময় ওয়েবডেস্কঃ ভাইরাল সংক্রমণ নিয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সঙ্গীতসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। সোমবার দুপুর দেড়টা নাগাদ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এরপর এদিন বিকেলের দিকেই লতা মঙ্গেশকরকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় বলে সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর।
Team of Lata Mangeshkar: Lata Mangeshkar had chest infection so she was taken to Breach Candy Hospital, Mumbai today. She is now back at her home and is recovering. (file pic) pic.twitter.com/pYzmZHkthz
— ANI (@ANI) November 11, 2019
জানা গিয়েছে, সোমবার সকালে শ্বাসকষ্ট শুরু হয় লতা মঙ্গেশকরের। এরপর দ্রুত তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। সূত্রের খবর, ব্রিচ ক্যান্ডি হাসপাতালের সিনিয়র মেডিক্যাল অ্যাডভাইসর ডক্টর ফারুখ ই উদওয়াদিয়ার চিকিৎসাধীন ছিলেন লতা মঙ্গেশকর। হাসপাতাল সূত্রে খবর, প্রথমে আইসিইউতে ভর্তি করা হয় তাঁকে। তবে পরে বিকেলের দিকে ছেড়ে দেওয়া হয় লতাকে। হাসপাতালের তরফে জানানো হয়েছে ভাল রয়েছেন সঙ্গীতসম্রাজ্ঞী।
টুইটারে বরাবরই সপ্রতিভ ছিলেন সঙ্গীত সম্রাজ্ঞী। কিছুদিন আগে ইনস্টাগ্রামেও অ্যাকাউন্ট খুলেছিলেন লতা মঙ্গেশকর। রবিবার নিজের ভাইঝি পদ্মিনী কোলাপুরীকে তাঁর আগামী ছবি পানিপথের জন্য শুভেচ্ছা জানিয়েছিলেন বর্ষীয়ান সঙ্গীতশিল্পী। পানিপথ ছবিতে গোপীকা বাঈয়ের চরিত্রে অভিনয় করবেন পদ্মিনী। ছবির একটি পোস্টার শেয়ার করে লতা লিখেছিলেন, “পরিচালক আশুতোষ এবং পদ্মিনীর জন্য আমার শুভকামনা রইল। পদ্মিনী একজন দারুণ অভিনেত্রী। ছবির সাফল্য কামনা করি।”