সুদানের কারখানায় এলপিজি সিলিন্ডার ফেটে ভয়াবহ দুর্ঘটনা,১৮ ভারতীয়-সহ বহু শ্রমিকের মৃত্যু

0
769

দেশের সময় ওয়েবডেস্ক: সুদানের সেরামিক কারখানার এলপিজি গ্যাসের ট্যাঙ্কারে বিস্ফোরণে পুড়ে মারা গিয়েছেন অন্তত ২৩ জন। মঙ্গলবারের এই ঘটনায় মৃতদের মধ্যে অন্তত ১৮ জন ভারতীয় রয়েছেন বলে সূত্রের খবর। বুধবার সুদানে ভারতীয় মিশন এ কথা নিশ্চিত করেছে।

ভারতীয় দূতাবাস বিবৃতি দিয়ে বলেছে, সুদানের খারতুম অঞ্চলে সিলা সেরামিক ফ্যাক্টরিতে বিস্ফোরণ ঘটে। তার পরেই ১৬ জন ভারতীয় নিখোঁজ হন। শেষ পাওয়া খবর অনুযায়ী, বিস্ফোরণে ১৮ জন ভারতীয় মারা গিয়েছেন। কারখানা থেকে পোড়া দেহগুলি উদ্ধার হচ্ছে। কিন্তু তাঁদের শনাক্ত করা মুশকিল।

দেখুন ভিডিও:

বিস্ফোরণে সব মিলিয়ে ১৩০ জন আহত হয়েছেন এখনও পর্যন্ত। ভারতীয় দূতাবাস জানিয়েছে, তার মধ্যেও সাত জন ভারতীয়। তাঁরা হাসপাতালে ভর্তি আছেন। চার জনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণে বেঁচে গিয়েছেন ৩৪ জন ভারতীয়। তাঁদের রাখা হয়েছে সালোমি সেরামিক ফ্যাকটরির আবাসনে।

কারখানা সূত্রে জানা গেছে, ওই কারখানায় মোট ৬৮ জন ভারতীয় কর্মী কাজ করতেন। মূলত উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, তামিলনাড়ু ও গুজরাতের বাসিন্দা তাঁরা।

Previous articleএকে মোদী, দুইয়ে দিদি, অভিনেত্রীর মধ্যে প্রথম সানি লিওন,ইয়াহুর সার্চ রিপোর্টে
Next articleমহিলাদের উচিত কন্ডোম সঙ্গে রাখা, ধর্ষকদের ধর্ষণে সাহায্য করা বিস্ফোরক মন্তব্য পরিচালক ড্যানিয়েল শ্রদবানের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here