দেশের সময়, বনগাঁ: বিজেপির ইস্তাহার যেন কল্পতরু। সেই ইস্তাহারের বিষয়গুলি মানুষের দরবারে পৌঁছে দিতে সাংবাদিক বৈঠক করলেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি মনস্পতি দেব। সেই ইস্তাহারে একদিকে যেমন মহিলাদের প্রাধান্য দেওয়া হয়েছে, অন্যদিকে সাধারণ মানুষের সুবিধার কথাও উল্লেখ করা হয়েছে।
মঙ্গলবার দলীয় কার্যালয়ে আয়োজিত এই সাংবাদিক বৈঠকে মনস্পতি দেব দলের ইস্তাহার তুলে ধরে বলেন, বিজেপি এরাজ্যে ক্ষমতায় এলে বিধবা ভাতা এবং বার্ধক্য ভাতা বাড়িয়ে এক হাজার থেকে তিন হাজার টাকা করা হবে। চাকরি ক্ষেত্রে মহিলাদের জন্য ৩০ শতাংশ সংরক্ষণ করা হবে। পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রে তাঁদের বেতন বৃদ্ধি করে প্রাইমারির ক্ষেত্রে ১৫ হাজার এবং উচ্চ মাধ্যমিক স্কুলের জন্য ২০ হাজার টাকা প্রতি মাসে করা হবে।
এখন এই রাজ্যে শুধুমাত্র কল্যাণীতে এইমস হাসপাতাল রয়েছে। বিজেপি ক্ষমতায় আসলে সেই হাসপাতালের সংখ্যা বাড়িয়ে চার টি করা হবে। নতুন তিনটি হাসপাতাল তৈরি হবে শিলিগুড়ি, জঙ্গলমহল এবং সুন্দরবন এলাকায়।
দরিদ্র মানুষের খাদ্য সুরক্ষার ক্ষেত্রে তিনবেলা ৫ টাকা করে ভাত খাওয়ার ব্যবস্থা করা হবে। স্কুল ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে বিনামূল্যে বই, খাতা, ট্যাব দেওয়া হবে। এইরকম অসংখ্য প্রতিশ্রুতিতে ভরা ইস্তাহারের মূল অংশগুলি এদিন সাংবাদিকদের সামনে পড়ে শোনান জেলা সভাপতি।
বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রে বিশ্বজিৎ দাসকে প্রার্থী না করায় তাঁর অনুগামীরা নতুন প্রার্থীকে মেনে না নিতে পেরে বিক্ষোভ দেখাচ্ছেন। সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে এদিন জেলা সভাপতি বলেন, এটা দলের সিদ্ধান্ত। অন্যদিকে, দুলাল বর কে প্রার্থী না করা প্রসঙ্গে তিনি বলেন, দলের তপশিলি মোর্চার রাজ্য সভাপতির দায়িত্ব পালন করছেন দুলাল বর। সম্ভবত সেই কারণেই দল তাঁকে প্রার্থী করেনি।