সরকারের পদক্ষেপের আশায় গোষ্ঠপালের পরিবার

0
645

নিজস্ব প্রতিবেদন – গোষ্ঠপালের পদ্মশ্রী এখনও পরিবারের হাতে তুলে দিতে পারেনি মোহনবাগানের কর্তারা। যার জেরে
মোহনবাগান রত্ন ফেরত দিয়েছে গোষ্ঠপালের পরিবার। মোহন কর্তারা পদক খুঁজে দিতে না পারার জন্য, পদক খুঁজে দেওয়ার দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার।

এবার রাজ্য সরকার কী করে তা দেখার জন্য অপেক্ষায় রয়েছে গোষ্ঠপালের পরিবার। শুধু তাই নয়, তারা মনে করছেন এবার সমস্যার সমাধান হবে।

পরিবারের পক্ষ থেকে গোষ্ঠপালের নাতি বলেন, ’ রাজ্য সরকার মোহনবাগানকে এই বিষয়ে চিঠি দিয়ে। মনে হয় বাগান কর্তারা এই বিষয়ে উত্তরও দিয়ে দিয়েছেন। তবে মোহনবাগান এর উত্তরে কী লিখেছে জানি না। রাজ্য সরকার যখন দায়িত্ব নিয়েছে তখন কিছু একটা হবে।

আমরা ওদের সময় দিতে চাইছি সরকারকে।’
গোষ্ঠপালের পরিবারের পক্ষ থেকে আগে বলা হয়েছিল, পদক না পাওয়া থানায় ডাইরি করবে। কিন্তু মোহনবাগানের সম্মানের
কথা ভেবে আপাতত এই সিদ্ধান্ত নিচ্ছে না পরিবার।

গোষ্ঠপালের নাতি বলেন, ’আমরা থানায় গেলে মোহনবাগানের পক্ষে কী
ভালো হবে? ওদের সম্মান থাকবে? বরং সৃঞ্জয় বসুদের উচিত পদকের ব্যাপারে থানায় যাওয়া। পদক চুরি হয়েছে কি না তা
খতিয়ে দেখা হোক।’

Previous articleএরিয়ান ম্যাচ নিয়ে সতর্ক মোহন কোচ
Next articleবাংলায় ট্রাফিক-ফাইন বাড়াব না মমতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here