ইন্দ্রজিৎ রায়,শান্তিনিকেতন: রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে বিশ্বভারতীর রবীন্দ্রভবনে প্রদর্শিত হলো “শতবর্ষে নাইটহুট প্রত্যাখ্যান”শীর্ষক প্রদর্শনী। শুক্রবার সকালে রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে শান্তিনিকেতনের উপাসনা গৃহ বিশেষ উপাসনার মাধ্যমে রবি কবির জন্ম উৎসব পালনের পর উক্ত প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী।
পাঞ্জাবের জালিওনাবাগ নির্মম হত্যাকাণ্ডের পর ব্যথিত কবি নিজের বেদনা ও ক্ষোভের কথা ব্যক্ত করে লর্ড চেমসফোর্ড কে চিঠি লিখে নাইটহুড পরিত্যাগের সিদ্ধান্ত জানান ৩১ মে ১৯১৯ এ। সেই চিঠি সহ কবির সেই সময়ের বিভিন্ন ছবি, জালিওনাবাগ এর ছবি, নাইটহুট এর পদক ও শংসাপত্রের প্রতিলিপি প্রদর্শিত হয় রবীন্দ্র ভবনের বিচিত্রা মিউজিয়ামে এই প্রদর্শনীটিতে।
জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে আগামী সাত দিনের জন্য। 25 শে বৈশাখ উপলক্ষে সারা দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি এই প্রদর্শনীটি আলাদা প্রাপ্তি বলে জানান শান্তিনিকেতন সহ বাইরে থেকে আসা দর্শনার্থীরা।