দেশের সময় ওয়েবডেস্কঃ নিয়ন্ত্রণরেখায় ফের উত্তেজনা ভারত ও চিন বাহিনীর মধ্যে। লাদাখের কাছে নিয়ন্ত্রণ রেখার সামনে দিয়ে উড়েছে চিনা বায়ুসেনার চপার। এই খবর পেয়েই নিয়ন্ত্রণ রেখায় টহলদারি চালায় ভারতীয় বিমান বাহিনী।
লাদাখের কাছে নিয়ন্ত্রণে রেখায় চিনা চপার দেখা যেতেই সেখানে পেট্রোলিং-এর জন্য উড়ে গিয়েছে ভারতীয় বায়ুসেনার ফাইটার জেট। এই খবর জানিয়েছেন সংবাদসংস্থা এএনআই। গত সপ্তাহে এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। এর ঠিক পর পরই উত্তর সিকিমে প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে হাতাহাতিতে জড়িয়ে পড়েন ভারত ও চিন বাহিনীর সদস্যরা।
এই সংঘর্ষের দুই পক্ষেরই কয়েকজন করে সেনা আহত হন বলে জানা গিয়েছে। লাইন অফ অ্যাকচুয়াল কনট্রোল বা প্রকৃত নিয়ন্ত্রণ রেখার খুব কাছে চিনা হেলিকপ্টার উড়তে দেখা গিয়েছে সরকারি সূত্রেও জানানো হয়েছে। তবে চিনা চপার নিয়ন্ত্রণ রেখা পেরোয়নি বলে জানা গিয়েছে।
ভারত-চিন, দু’দেশের সীমান্ত বরাবর এ ধরনের সঙ্ঘর্ষ অবশ্য নতুন নয়। ২০১৭ সাল ডোকলামে সীমান্ত বিবাদের জেরে দু’দেশের সেনাবাহিনীর মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। সে বছরের ১৬ জুন থেকে ২৮ অগস্ট পর্যন্ত ডোকলাম সীমান্তে ৭৪ দিন মুখোমুখি দাঁড়িয়ে ছিল দু’দেশের সেনা। শেষ পর্যন্ত কূটনৈতিক স্তরে আলোচনার মাধ্যমে ডোকলাম-পরিস্থিতি শান্ত হয়।