দেশের সময় ওয়েবডেস্কঃ রুদ্ধশ্বাস প্রতীক্ষার শেষ প্রহর। রাত বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে উৎকণ্ঠা। ১৩০ কোটি ভারতবাসীর স্বপ্নপূরণ হবে আজ। ইতিহাস গড়বে ভারত। ইসরোর কন্ট্রোল রুমে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। মনিটরে চোখ রেখে অধীর অপেক্ষায় মার্কিন মহাকাশবিজ্ঞানীরাও।
বেঙ্গালুরুর ইসরোর কন্ট্রোল রুমে প্রস্তুতি চলছে জোরকদমে। চাঁদের প্রতি মুহূর্তের খবর পেতে বেঙ্গালুরু ইসরোর টেলিমিটারি ট্র্যাকিং অ্যান্ড কম্যান্ড নেটওয়ার্ক (ISRAC)-এর সঙ্গে অরবিটারের যোগাযোগ করছে পেল্লায় ডিস অ্যান্টেনা।
বেঙ্গালুরুর মিশন কন্ট্রোল রুমে ঢুকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Watch Live : Landing of Chandrayaan2 on Lunar Surface https://t.co/zooxv9IBe2
— ISRO (@isro) September 6, 2019
সোয়া ১ টা থেকে শুরু হবে চাঁদে সফট ল্যান্ডিং-এর প্রক্রিয়া। নির্ধারিত সময় রাত ১টা ৫৫ মিনিট থেকে আড়াইটে।
• ল্যান্ডারকে চন্দ্রপৃষ্ঠের ৩৫ কিলোমিটারের মধ্যে নিয়ে যাবে অবিটার, ফের ধাক্কা মেরে তুলে দেবে ১০০ কিলোমিটারে।
• এই ১০০ কিলোমিটার উচ্চতা থেকে পাখির পালকের মতো ভাসতে ভাসতে নেমে আসবে ল্যান্ডার ‘বিক্রম,’ যাকে মহাকাশবিজ্ঞানীরা বলছেন ‘সফট ল্যান্ডিং।
FEW HOURS TO GO…
LIVE on @DDNational and Live-Stream on https://t.co/NeTirzafgP#Chandrayaan2 #Chandrayaan2Landing #VikramLander #ISRO #IndiaMakesHistory #ISROMissions #Chandrayaan2Live #Chandrayan2 pic.twitter.com/5BKwXUT5w3— Doordarshan National (@DDNational) September 6, 2019