রিলিজ করলো ভিঞ্চি দা’র ট্রেলার

0
844

জিৎ মজুমুদার : কলকাতা: রিলিজ করলো সৃজিত মুখার্জির নতুন ছবি ‘ভিঞ্চি দা’র ট্রেলার। আবার ফিরে এলেন তিনি থ্রিলার নিয়ে। ‘বাইশে শ্রাবন’ এবং ‘চতুস্কোন’এর মতো রোমাচকর থ্রিলার উপহার দিয়েছিলেন তাই ভিঞ্চি দার ট্রেলার বেরোনোর পর থেকেই সবার উত্তেজনা তুঙ্গে।
এই সিনেমার মুখ্য ভূমিকায় আছেন রুদ্রনীল ঘোষ ও ঋত্বিক চক্রবর্তী। সিনেমায় রুদ্রনীল টালিগঞ্জের একজন মেকআপ আর্টিস্ট যার সাথে পরিচয় হয় একজন সিরিয়াল কিলারের, এই সিরিয়াল কিলারটির ভূমিকায় রয়েছেন ঋত্বিক চক্রবর্তী। এই দুজনকে নিয়েই রোমাঞ্চকর গল্প ভিঞ্চি দার। এছাড়াও অন্যান্য ভূমিকায় রয়েছেন অনির্বান ভট্টাচার্য, সোহিনী সরকার প্রমুখ।

এই ভিঞ্চি দার গল্প লিখেছেন রুদ্রনীল ঘোষ ও সৃজিত মুখার্জি। মিউজিক ও লিরিক্স অনুপম রায়ের। ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন ইন্দ্রদীপ দাসগুপ্ত। এছাড়াও সা রে গা মা পা এর প্রতিযোগী নোবেলএর গলা শোনা যাবে এই সিনেমার গানে।
এই ভিঞ্চি দা নিয়ে সিনেমাপ্রেমীদের মনে প্রত্যাশা তুঙ্গে। কি ভাবে মানুষের মনে দাগ কাটবে ভিঞ্চি দা তা জানা যাবে 12ই এপ্রিল।

Previous articleফের সোনার দোকানে চুরির ঘটনা ঘটল বনগাঁয়
Next articleঅর্জুনকে আটকাতে শেষ বেলার কৌশল নিলেন মমতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here