রবীন্দ্রনাথ কে নিয়ে ছবি করতে চান চিত্র পরিচালক তপন সাহা

0
977

বিশিষ্ট চিত্রপরি চালক তপন সাহার সাক্ষাৎকার নিলেন দেশের সময়ের প্রতিনিধি~ শ্রীময়ী সেন:

পরিচালক হিসেবে আপনার জার্নির গল্পটা বলুন?
আমার পথ চলা শুরু হৃত্বিক ঘট কের হাত ধরে।উনি অসময়ে চলে যাওয়াতে বেশীদিন একসাথে কাজ করা হয় নি।এরপর সহকারী পরি চালক হিসেবে আমি সত্য জিৎ রায়, মৃণাল সেনের কাছেও যাই৷ মৃণাল সেন অপেক্ষা করতে বলেন এবং সত্যজিত রায় বলেন আমার নির্দিষ্ট ইউনিট আছে।ছোট বেলা থেকেই যেহেতু নাট কের সাথে যুক্ত ছিলাম তাই আমার কাছে খুব ভাল একটা গল্প ছিল নাম উপলব্ধি।তখন মিঠুন চক্রবর্তীর মৃগয়া রিলিজ হওয়ার পরও তিনি বম্বেতে কোন কাজ পাচ্ছেন না।সেই সময় ইন্দ্রপুরী স্টুডিওতে মিঠুনের সাথে আমার দেখা হয়।আমি মিঠুনকে নিয়ে এই ছবিটা করি এবং ছবিটি বক্স অফিসে খুব ভালো ব্যাবসা করে ও সমালোচিত

আপনার আগামী পরিকল্পনা কি?
প্রচুর ছবি করেছি কিন্তু এখন অন্য ধারার কিছু ছবি করব বলে ঠিক করেছি।আমার আগামী ছবি রবীন্দ্রনাথ কে নিয়ে The world of Tagore৷আমিতাভ বচ্চন ও কুনাল কাপুর যথা ক্রমে বয়স্ক এবং কমবয়সী রবীন্দ্রনাথের ভূমিকায় অভিনয় করছেন।হিন্দী, ইংরেজী ওবাংলা তিনটি ভাষায় এই ছবিটি হবে।বম্বেতে আরও কিছু ছবির কথা চলছে যেগুলো গতানুগতিক ছবি থেকে ভিন্ন হবে। সৃষ্টি মূলক কিছু কাজ করতে চাইছি।
আপনি তো মূলত কমার্শিয়াল ছবি করেন হঠাৎ অন্য ধারার ছবি কেন?
আমি স্বনামধন্য পরি চালক হৃত্বিক ঘট কের সাথে কাজ করেছি।সৃষ্টিমূলক অন্য ধারার ছবি করে উনি কোনোদিন পরি চালক হিসেবে যোগ্য সম্মান পাননি।শেষ বয়সে চূড়ান্ত অবসাদ ও মানসিক হতাশাগ্রস্ত অবস্থায় উনি কাটিয়েছেন।ওনার চূড়ান্ত মদ্যপান ও অকালে চলে যাওয়ার অন্যতম কারণ ওনারসৃষ্টিমূলক কাজের অস্বীকৃতি | শেষ বয়সে থাকা খাওয়ার খরচা টুকু চালানোর ক্ষমতা ওনার ছিল না।আমি ওনাকে নিজের কাছে এনে রেমেছিলাম ও গুরুজ্ঞানে সেবা করেছিলাম।আমার মনে হয়ে ছিল অন্য ধারার ছবি করে হৃত্বিক ঘট কের মত পরি চালক যখন স্বীকৃতি পান নি তখন আমি কমার্শিয়াল ছবি করব যাতে সাফল্য লাভ করতে পারি।কিন্তু দেখলাম আমার কমার্শিয়াল ছবিগুলো বক্স অফিসে তত সফল হলনা।তখন ভাবলাম আমি তো একজন সৃষ্টিশীল মানুষ,হৃত্বিক ঘট কের সহকারী হয়ে কি করলাম।না ঘরকা না ঘাটকা হয়ে গেলাম।তাই এবার সম্পূর্ণ সৃষ্টিমূলক ও অন্যধারার ছবি করব যা একজন সৃষ্টিশীল মানুষ হিসেবে আমায় তুলে ধরবে।
আপনার পরি-চালনায় নিজের চোখে সেরা কি?
প্রথমতঃ উপলব্ধি, আমার জীবনের প্রথম ছবি ও প্রসেনাজিৎ ও জুহি চাওলাকে নিয়ে করা আপন পর।জুহি চাওলার প্রথম বাংলা ছবি আমার সাথে।

আপনি তো হলিউডেও ছবি করছেন?
২৫ বছর আগে আমার একটা গল্প মাথায় আসে যার নায়িকা বিদেশী নি৷তখনও আমি হলিউড নিয়ে ভাবিনি।১৯৯৫ সাল থেকে আমি এই গল্প নিয়ে যোগাযোগ শুরু করি।মস্কো, লন্ডন, সুইজারল্যন্ড, ইতালি গিয়ে চেষ্টা ব্যর্থ হয়।তারপর হঠাৎ এক দিন আনন্দবাজার পত্রিকার মাধ্যমে ইন্টারন্যশনাল যোগাগুরু বিক্রম চৌধুরীর সাথে যোগাযোগ হয়।মাইকেল জ্যাকসন এবং বহু বিখ্যাত সেলিব্রেটি ওনার শিষ্য।হৃত্বিক ঘট কের সাথে কাজ করেছি শুনে আমার থেকে স্ক্রিপ্ট চাইলেন।হলিউডের খুব বিখ্যাত লোক ওনার কাছে আসতেন।বিক্রম চৌধুরী আমাকে বলেন যদি স্পনসর করে কোনো সাহায্য করা যায় উনি করাবেন।এরপর আমার কাছে সরাসারি Michael philips এর ফোন এবং Fax আসে।philips আমায় স্পনসর করেন এবং আমি ওখানে যাই।নিজে একটা কোম্পানী খুলি।collumbia স্টুডিওর charlie chaplin এর অফিসের জায়গায় নিজের অফিস খুলি।অন্য এক টি প্রজেক্টে টাইটানিক ও ফ্যান্টম ছবি খ্যাত Billy Jain এর সাথে চুক্তি করি।এরপর ২০১০ সালে সব আমেরিকান ব্যঙ্ক বন্ধ হয়ে যাওয়ায় কলকাতায় ফিরে এসে আবার বাংলা ছবির কাজে মন দিই।স্মৃতি ইরানি ও ভিক্টর ব্যানার্জী কে নিয়ে অমৃতা ছবি করি।এরপর আমার আর রাহুল কাপুরের প্রথোজনায় ‘অর নি তখন ‘ ছবিতে অভিনয় করেন পাউলি দাম, প্রতীক বব্বর, ইন্দ্রনীল, সৌমিত্র চ্যাটার্জী ও মমতাশঙ্কর।বর্তমানে বলিউডে বাকি থাকা প্রজেক্ট গুলো এবং বলি উডে রবীন্দ্রনাথ কে নিয়ে ছবির পাশাপাশি ফেস্টিভ্যাল এর জন্য নিলর্জজ নিয়ে পরিকল্পনা রয়েছে।

টলিউড বলিউড ও হলিউডে কাজ করে আপনার আলাদা কি চোখে পড়েছে?
তিনটে জায়গা সম্পূর্ণ ভিন্ন |টলিউডে এক শো ভাগ প্রফেশনালিজম নেই বরং অনেকটা গ্রুপ ও লবির ব্যাপার আছে।আগের থেকে পারস্থিতি কিছুটা পালটালেও পুরোটা পালটায় নি৷বলিউড বরং অনেক বেশি প্রফেশনালi আর হলিউড শুধু প্রতিভা ও ভালো কাজ চায়।ভালো প্রতিভা সে যেই হোক না কেন তাকে গ্রহন করে৷ যে কারণে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে প্রচুর অভিনেতা পারিচালক সেখানে গিয়ে কাজ করছেন।যে কারণে Billy Jain আমার সাথে কাজ করতে চুক্তিবদ্ধ হয়েছেন।
নতুন প্রজন্মের উদ্দেশ্যে কি বলতে চান?
প্রচুর নতুন প্রতিভা উঠে আসছে।কলকাতায় প্রচুর নতুন পরি চালক ভালো ছবি করছে এবং আমি সেগুলো দেখেওছি।খুব ভালো নোগেছে কৃষাণ বর্ধনের Fake book৷ স্টারডম হারিয়ে যাচ্ছে।ঠগস অফ হিন্দুস্তান, Race 3, টিউবলাইট এর মত ছবিও ফ্লপ হয়েছে।বম্বের বেশ কিছু নতুন প্রতিভা হল রাজকুমার রাও ,আয়ুষ্মান খুরানা,কার্তিক আরিয়ান, সুশান্ত রাজপুত , ভিকি কৌশল l এদের অভিনয়ের গুনে ও ভাল স্ক্রিপ্টের জন্য ছবি বক্স অফিসে সফল হচ্ছো ৷

Previous articleহাবড়ায় পিঠেপুলি উৎসব
Next articleসরকারি স্বীকৃতি ও সহযোগিতা চায় বনগাঁর প্রাচীন কালিতলার পৌষমেলা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here