দেশেরসময়ওয়েবডেস্কঃআগামী রবিবার অর্থাৎ ১৯ মে গোটা দেশে সপ্তম তথা শেষ দফা নির্বাচন। এ রাজ্যেও রয়েছে ভোট। দক্ষিণবঙ্গের ৯টি কেন্দ্রের প্রার্থীদের ভাগ্য নির্ধারিত হবে ওদিন। কিন্তু একে ভোটের উত্তাপে রক্ষে নেই, তার উপর থাকতে চলেছে আবহাওয়ার প্রকোপও। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টির সম্ভাবনা তো দূর, তাপমাত্রা এবং গরম দুইয়ে মারাত্মক প্রভাবে পারদ আরও চড়বে বলে মত আবহবিদদের। এছাড়াও ৮ জেলাতে আগামী দু’দিনে তাপপ্রবাহের কথাও জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। গত কয়েকদিন সন্ধ্যায় বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা হলেও কম ছিল। কিন্তু শুক্রবারে ফের চড়েছে পারদ। আগামী ২৪ ঘণ্টায় অর্থাত্ ১৯ তারিখ শেষ দফা ভোটের দিন শহরের তাপমাত্রা পৌঁছতে পারে ৩৮–এর কাছাকাছি। এদিকে, শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা হতে চলেছে ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯১ শতাংশ এবং সর্বনিম্ন ৬৩ শতাংশ।