“যারা খারাপ কাজ করেছিল তাদের দল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে”

0
807

দেশের সময় ওয়েবডেস্ক :”দলের মধ্যে কেউ কেউ খারাপ কাজ করেছিল যার জন্য আপনাদের রাগ হয়, তৃণমূল কে ভোট দেন নি”। “যারা খারাপ কাজ করেছিল তাদের দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে”। সোমবার কেশিয়াড়ির জনসভা থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে এমনই বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কটাক্ষের সুরে তিনি বলেন, “বদলে দিয়ে কাদের আনবেন, যারা দেশকে বিক্রি করার চেষ্ঠা করছে তাদের”? “রাজ্যে কোন উপায় দাঙ্গা বাঁধানো যাবে সেই চিন্ত‍া করছে সবসময়, বিভিন্ন ক্ষেত্রে আজ বঞ্চনার স্বীকার পশ্চিমবঙ্গ”। “এমন একটি দলকে ক্ষমতায় এনে কি লাভ”? “৭তারিখ গনতন্ত্র বাঁচাও যাত্রার কর্মসূচী নিয়েছে গেরুয়া শিবির, আমরা সুষ্ঠ রাজনীতির মধ্যে দিয়ে তার বিনাশ ঘটাবো”। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী বলেন, “এই এলাকার মানুষদের দীর্ঘদিনের দাবী ছিল একটি সেতুর”। “জঙ্গল কন্যা সেতু মানুষের সেই দাবী পূরণ করেছে”। “তবে কাছেই নদী থাকায় প্রতিবছর বন্যা এখানে একটি বড় সমস্যা”। “আর কিছুদিনের মধ্যেই এই সমস্যার সমাধান হবে”। “যার জন্য ৬০০কোটি টাকা বরাদ্দ করবে রাজ্য সরকার”। উল্লেখ্য বিগত পঞ্চায়েত নির্বাচনে কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতি দখল করেছে বিজেপি। আর তা পুনরুদ্ধারে এবার ঝাপিয়ে পরলো শাসক দল। জেলা সফরে মুখ্যমন্ত্রীর জনসভার জন্য চূড়ান্ত করা হয়েছিল কেশিয়াড়ি-কে। সবমিলিয়ে লোকসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। পাশাপাশি আগামী নির্বাচনে কেশিয়াড়ি পুনরুদ্ধারের জন্য শুভেন্দু অধিকারীকে দায়িত্ব দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Previous article“চোখের সামনে দেখেছিলাম কি ভাবে দলটা ভেঙে পরেছিল”
Next articleতৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের আলোচনাসভা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here