স্বপন কুমার পাল , কলকাতা :যাদবপুরের বিজয়শ্রী মন্দিরের ৭৫ বছর পূর্তি উপলক্ষে
শুক্রবার ৭৫ দিনের শুভ সূচনা করেন রামকৃষ্ণ মিশন গোলপার্কের প্রধান স্বামী সুপর্ণানন্দ মহারাজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের স্বামী দিব্য জ্ঞানানন্দ মহারাজ, পরমার্থ সাধক সংঘের রামেশ্বর স্বামী মহারাজ।
মন্দিরের ৭৫ বছর পূর্তি উপলক্ষে সাধু মহাত্মা ও বিশিষ্ট জনেরদের সম্বর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার, ৯৬ নম্বরের পৌর মাতা বসুন্ধরা গোস্বামী। উপস্থিত সাধু-সন্ত সন্ন্যাসী ও বিধায়ক ,পৌর মাতা কে সম্বর্ধনা শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
বিজয়শ্রী মন্দিরের সম্পাদক অলোকেশ পাল মহাশয় জানালেন, এই মন্দিরের প্রধান প্রতিষ্ঠাতা ছিলেন স্বর্গীয় নিত্যানন্দ পাল।
আগামী ৭৫ দিনব্যাপী ( ১৮ এপ্রিল – ২৭ ,জুন ) ভাগবত পাঠ, ভক্তি শাস্ত্র পাঠ এবং অখণ্ড শ্রী শ্রী হরিনাম সংকীর্তন ( ৩০ দিন) যজ্ঞের আয়োজন করা হয়েছে। মন্দিরে প্রতিবছরই বাৎসরিক শ্রী শ্রী হরি স্মরণ মহোৎসব অনুষ্ঠিত হয়। মন্দিরে রাধা গোবিন্দ বিগ্রহ রয়েছে, রয়েছে একটি শিব মন্দির একটি শিব মন্দির, জগন্নাথ দেব, গণেশ ও হনুমানের বিগ্রহ রয়েছে।
সারা বছরের কর্মসূচির মধ্যে যেটা প্রতি বছরই হয় রথযাত্রা রথযাত্রাটি যাদবপুর অঞ্চল পরিক্রমা করে। এছাড়া জন্মাষ্টমী ,রাধা অষ্টমী, রাসযাত্রা, দোলযাত্রা, গণেশ চতুর্থী ,ঝুলন যাত্রা, নন্দ উৎসব, অন্নকুট, শিবরাত্রি, নীল পূজা ও হনুমান জয়ন্তী প্রতিবছর অনুষ্ঠিত হয়।
আগামী ২০ শে জুন
‘মহাপ্রভুর প্রিয় নগর ভ্রমণ ‘ একটি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হবে, এবং মধ্যাহ্নে মহাপ্রভুর ৬৪ মহান্তের ভোগ আরাধনা ভোগ নিবেদন তৎসহ ভোগারতি কীর্তন অনুষ্ঠিত হবে ‘ বলে জানালেন শ্রী পাল। তিনি মন্দিরে আসার জন্য সবাইকে আমন্ত্রণ জানান।মন্দিরটি বারো ভূত মেলার নিকটে অবস্থিত।
ছবি: স্বপন কুমার পাল।