দেশের সময় ওয়েবডেস্ক: সোমবারই বলেছিলেন। নিজের সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে বেরিয়ে যাওয়ার জন্য আন্তর্জাতিক নারী দিবসকেই বাছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার সকালে টুইট করে মোদি লিখেছেন, নিজের সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে লগ আউট করে বেরিয়ে গিয়ে সেই অ্যাকাউন্টগুলি দেশের যে কোনও সাতজন কৃতী মহিলার হাতে তুলে দিলেন তিনি।
এখন থেকে ওই অ্যাকাউন্টে নিজেদের জীবনসংগ্রামের কাহিনী লিখতে পারবেন ওই মহিলারা।
You heard of food for thought. Now, it is time for action and a better future for our poor.
Hello, I am @snehamohandoss. Inspired by my mother, who instilled the habit of feeding the homeless, I started this initiative called Foodbank India. #SheInspiresUs pic.twitter.com/yHBb3ZaI8n
— Narendra Modi (@narendramodi) March 8, 2020
মোদি টুইটারে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘আমাদের নারী শক্তির চেষ্টা আর কৃতিত্বকে আমরা অভিবাদন জানাই। ভারতের নানা প্রান্তে অসাধারণ সফল মহিলারা আছেন। তাঁরা বিভিন্ন ক্ষেত্রে অসামান্য কাজ করেছেন।
তাঁদের সাফল্য আরও কয়েক লক্ষ মানুষকে উদ্বুদ্ধ করবে।’
ইতিমধ্যেই মোদির টুইটার অ্যাকাউন্টে প্রথম নিজস্ব টুইট করে ফেলেছেন স্নেহা মোহনদাস। সেখানে স্নেহা লিখেছেন নিজের মায়ের কাছে প্রেরণা পেয়ে গৃহহীনদের ভোজন করানোর জন্য ফুডব্যাঙ্ক ইন্ডিয়া নামে একটি উদ্যোগ চালু করেছেন তিনি। এব্যাপারে তাঁকে সাহায্য করেন কয়েকজন স্বেচ্ছাসেবী। টুইটারে লিখেছেন স্নেহা।