মোদীর জন্মদিনে ৩২ লাখ লোককে কোভিড ১৯ ভ্যাকসিন দেবে মধ্যপ্রদেশ সরকার

0
367

দেশের সময় ওযেবডেস্কঃ ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র  মোদীর জন্মদিনে ৩২লাখ লোককে কোভিড ১৯ ভ্যাকসিনের  প্রথম ডোজ দেওয়ার কর্মসূচি হাতে নিল মধ্যপ্রদেশ  সরকার । শিবরাজ সিং সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিস্ত্রী আরও জানিয়েছেন, মুখ্যমন্ত্রী  রাজ্যের কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ পাওয়ার অধিকারী সবাইকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে তা দেওয়ার টার্গেট স্থির করেছেন। আমরা লক্ষ্য  পূরণে  চেষ্টা করব, বলেন তিনি। মধ্যপ্রদেশে এপর্যন্ত ৫ কোটির ওপর কোভিড ১৯ ভ্যাকসিন দেওয়া হয়েছে। সোমবার গোটা দেশে ভ্যাকসিনের ডোজ পাওয়া লোকের সংখ্যা ৭৫ কোটি ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় দেশে ২৫৪০৪টি নতুন কোভিড সংক্রমণের খবর মিলেছে। মারা গিয়েছেন ৩৩৯ জন। দেশে মোট অ্যাক্টিভ কেস ৩ লাখ ৬২ হাজার ২০৭।

প্রধানমন্ত্রীর জন্মদিন পালনে একগুচ্ছ কর্মসূচি নিয়েছে শিবরাজ সরকার। রাজ্যব্যাপী সরকারি জমিতে মোদীর জন্মদিন উপলক্ষ্যে ১০৭০টি নমো পার্ক তৈরির সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

নরোত্তমের সংযোজন, রাজ্যে ৭৬ শতাংশ ভ্যাকসিনের প্রথম ডোজ, ১৮ শতাংশ দুটি ডোজই পেয়েছেন। রাজ্যে ডেঙ্গি সংক্রমণও পাল্লা দিয়ে বাড়ছে বলে জানান নরোত্তম। ১৫ সেপ্টেম্বর মশা দমন অভিযান চলবে, মুখ্যমন্ত্রী তাতে সামিল হবেন। ইন্দোরে একদিনে ১৭টি নতুন ডেঙ্গি সংক্রমণের খবর মিলেছে। সব মিলিয়ে ইন্দোরে ডেঙ্গি আক্রান্ত ১৩৯ জন। জেলায় ডেঙ্গি নিয়ন্ত্রণে মশা মারার তেল ছড়ানোর কাজ চলছে।

Previous articleপুজোর সময়: অফিসের কাজ পড়েছে কীভাবে বেড়াবেন? জানুন
Next articleএকে করোনা সঙ্গে দোসর বৃষ্টি দুর্যোগের জেরে থমকে গিয়েছে বনগাঁর পটুয়া পাড়ায় প্রতিমা গড়ার কাজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here