মাসে বিনামূল্য পরিষেবা ফুরোলে এটিএম থেকে টাকা তুলতে লাগবে ২১ টাকা, এর সঙ্গে বাড়ছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের খরচও

0
823

দেশের সময় ওয়েবডেস্কঃ আপাতত গ্রাহকেরা নিজের ব্যাঙ্কের এটিএম থেকে বিনামূল্যে মাসে ৫ বার লেনদেনের সুবিধা পেয়ে থাকেন। এই লেনদেন টাকা তোলা বা জমা করা সংক্রান্ত হতে পারে, আবার অ-অর্থনৈতিক অন্যান্য পরিষেবা সংক্রান্তও হতে পারে। এত দিন এই বিনামূল্য পরিষেবা ফুরোলে প্রতি লেনদেন পিছু ২০ টাকা করে দিতে হত গ্রাহককে। আগামী বছরের প্রথম দিন থেকে এই পরিষেবা লেনদেন পিছু এক টাকা করে বাড়ছে।

এটিএম থেকে টাকা তোলার খরচ বাড়াল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। বিনামূল্যে লেনদেনের সুবিধা ফুরোলেই প্রতি বার এটিএমে টাকা তুলতে ২১ টাকা করে অতিরিক্ত দিতে হবে গ্রাহককে। আগামী বছর অর্থাৎ ২০২২ সালর ১ জানুয়ারি থেকেই চালু হবে এই নতুন নিয়ম। একটি বিবৃতি জারি করে এই ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক।

এ ছাড়া ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের টাকা লেনদেনের বিষয়গুলি দেখভাল করে যে সব সংস্থা, তাদের থেকে নেওয়া পরিষেবা মূল্যও বাড়ানো হয়েছে। অর্থনৈতিক লেনদেনের জন্য তা ১৫ টাকা থেকে বাড়িয়ে লেনদেন পিছু ১৭ টাকা করা হয়েছে।

Previous article২১ জুলাই থেকে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা ! কারণ কী? জানুন
Next articleসঙ্গে সন্দেহজনক বুম ও পরিচয়পত্র, দুই ‘ভুয়ো সাংবাদিক’ ধৃত নিউটাউনে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here