দেশের সময় ওয়েবডেস্কঃ সিএএ–এনআরসি–এনপিআর নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে রানি রাসমণি অ্যাভিনিউয়ে টিএমসিপি–র ধর্না মঞ্চে যান মমতা। সেখানেই এনআরসি–সিএএ–এনপিআর নিয়ে কেন্দ্রকে তুলোধনা করেন তিনি। মমতা বলেছেন, ‘আইনের নামে মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এটা কখনও চলতে পারে না।’
রাজ্যের বকেয়া অর্থ না মেটানো নিয়েও কেন্দ্রের সমালোচনায় বিজেপিআশ্রিত দুষ্কৃতীদের নাম না করে মুখ্যমন্ত্রীর অভিযোগ, ‘আমাদের থেকে টাকা কেটে নিয়ে সেটা ফেট্টিবাজদের দেওয়া হচ্ছে।’ বিদেশের শরণার্থীরা নাগরিকত্ব পেলে তাঁদের যদি বিদেশে অ্যাকাউন্ট থাকে তাহলে সেটার কী হবে সেই প্রশ্নও তুলেছেন মমতা। এই লড়াই কোনও একটি বা দুটি ধর্মীয় সম্প্রদায়ের জন্য নয় বলে জানান তিনি।
রাজ্যবাসীকে নিশ্চিত করে মুখ্যমন্ত্রী এদিন আবারও স্পষ্ট করে দেন রাজ্যে তাঁর সরকার কিছুতেই সিএএ–এনআরসি–এনপিআর করতে দেবে না।