‘মাই কলকাতা ইন কলকাতা’

0
783

অর্পিতা দে, কলকাতাঃ

কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি এবং পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তরের যৌথ উদ্যোগে কলকাতা বিষয়ক একটি আলোকচিত্র প্রদর্শনীর সূচনা হলো কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটির আর্ট গ্যালারিতে৷ প্রদর্শনীটিতে তুলে ধরা হয়েছে কলকাতার বিভিন্ন মুহূর্ত, কলকাতার রাজপথ, ফেরিওয়ালা, পথচলতি মানুষ, রিকশা, পুরোনো ভগ্নপ্রায় বাড়ি, দূর্গা প্রতিমা, গঙ্গার ঘাট, হাওড়াব্রিজ, ট্রাম; বলা যায় কলকাতার প্রতিটি প্রানোজ্জল মুহূর্ত যা কলকাতাকে বাঁচিয়ে রেখেছে কলকাতার এই নিজস্বতার মধ্যেই৷

প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা ছাড়াও বেশকিছু বিশিষ্ট আলোকচিত্রীরও কলকাতার উপর ছবি প্রদর্শনীতে রয়েছে এদের মধ্যে রয়েছেন প্রবীর পুরকায়স্থ, ধীরাজ পাল, ইরফান নবী, অতনু পাল, সোহম গুপ্তা প্রমুখ।
এছাড়াও বেশকিছু আলোকচিত্র রয়েছে অস্ট্রেলিয়ার কনসুল জেনারেল অ্যান্ড্রু, জার্মানির কনস্যুল জেনারেল যুর্গেন স্কোর্ড থমাস, উমা নায়ার আর্ট ক্রিটিক প্রমুখ বিশিষ্ট ব্যক্তিত্বের৷

প্রদর্শনীটির সূচনা করেন ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের সেক্রেটারি এবং কিউরেটর শ্রী জয়ন্ত সেনগুপ্ত, পশ্চিমবঙ্গ ক্রাফ্টস কাউন্সিলের জেনারেল সেক্রেটারি শ্রীমতি রুবি পাল চৌধুরী এবং কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটির এক্সিকিউটিভ ডিরেক্টর মিস রিচা আগারওয়াল৷ প্রদর্শনীটি কিউরেটিং করেন মিস রীনা দিওয়ান৷প্রদর্শনীটি চলবে ৪ঠা আগস্ট পর্যন্ত। দেখুন ভিডিও:

Previous articleপেট্রাপোল সীমান্ত দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য লাগাতার বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন এদেশের রপ্তানি সংগঠনের শ্রমিক মালিকেরা
Next articleরাজ্য বিজেপির মাথায় কি এবার দিলীপ ঘোষের বদলে মুকুল রায়?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here