মধ্যরাত পেরিয়ে গেল প্রার্থী বাছাই করতে বুধেই বিজেপির প্রার্থী তালিকা, জেনে নিন কোন কেন্দ্র থেকে কে লড়বেন

0
1127

দেশের সময় ওয়েবডেস্কঃ প্রধান বিরোধী দল মঙ্গলবার তাদের ষষ্ঠ প্রার্থী তালিকা প্রকাশ করেছে৷ বিজেপি এখনও প্রার্থী বাছতে হিমশিম খাচ্ছে৷ মঙ্গলবার দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটি বৈঠকের ডাক দেয়৷ সেখানে বিভিন্ন রাজ্যের প্রার্থীদের নাম নিয়ে আলোচনা করা হয়৷ গভীর রাত অবধি চলে সেই বৈঠক৷ তবে সেই বৈঠকের পরেও কিছু জটিলতা থেকে গিয়েছে৷ সেই জট কাটাতে বুধবার ফের আলোচনায় বসবে নির্বাচন কমিটি৷

তবে বিজেপি সূত্রে খবর, মঙ্গলবারের বৈঠকে উত্তর-পূর্বের সাতটি রাজ্য, বিহার, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার প্রার্থীদের নাম মোটামুটি চূড়ান্ত হয়ে গিয়েছে৷ বুধবার এই সব রাজ্যের প্রার্থীদের নাম ঘোষণা করা হবে৷ কয়েকটি রাজ্যের তালিকায় থাকছে চমক৷ পুরানো সাংসদদের বদলে অনেক নতুন মুখকে সামনে আনা হয়েছে৷ জেনে নেওয়া যাক সম্ভাব্য প্রার্থী তালিকা৷

উত্তরপ্রদেশ:
বারাণসী: নরেন্দ্র মোদী
লখনউ: রাজনাথ সিং
আমেথি: স্মৃতি ইরানি
মথুরা: হেমা মালিনী
নয়ডা: মহেশ শর্মা
কানপুর: সতীশ মহানা
গাজিপুর: মনোজ সিনহা
ভাগপত: সত্যপাল সিং
বৈরিলি: সন্তোষ গঙ্গভর
গাজিয়াবাদ: ভিকে সিং
চন্দৌলি: মহেন্দ্র পাণ্ডে
সূত্রের খবর, উত্তরপ্রদেশের ১৮ জন সাংসদকে আর টিকিট দেয়নি বিজেপি৷ তাদের জায়গায় নতুন প্রার্থী আনা হয়েছে৷

ছত্তিশগড়: রাজ্যের ১১টি লোকসভা আসনের সবকটিতে নতুনদের প্রার্থী করা হতে পারে৷ বিজেপি সূত্রে তেমনই খবর৷ রাজ্য বিজেপি দলের নির্বাচন কমিটির কাছেই এই আর্জি জানিয়েছে৷ নতুন যাদের নামগুলি শোনা যাচ্ছে তারা হলেন রমন সিং(রাজনন্দগাও), ব্রিজমোহন আগরওয়াল (রায়পুর), প্রেম প্রকাশ পাণ্ডে (দুর্গ), অমর আগরওয়াল(বিলাসপুর)৷

উত্তরাখণ্ড:
নৈনিতাল: অজয় ভাট
পাউরি: তীর্থ সিং রাওয়াত
হরিদ্বার: রমেশ পি নিশাঙ্ক
আলমোরা: অজয় তামতা
তিহির গারওয়াল: মালা রাজলক্ষ্মী

মহারাষ্ট্র
নাগপুর: নীতিন গড়করি
মুম্বই নর্থ: পুনম মহাজন
মুম্বই নর্থ-ইস্ট: কীর্তি সৌমিয়া

বিহার:
পাটনা সাহিব: রবি শঙ্কর প্রসাদ
আরহ: আর কে সিং
বক্সার: অশ্বিনী চৌবে
পাটনা রুরাল: রাম কৃপাল যাদব
শরন: রাজীব প্রতাপ রুডি
বেট্টিয়া: সঞ্জয় জয়সওয়াল

যারা এবার ভোটে দাঁড়াবেন না:
লালকৃষ্ণ আদবানী: বিজেপির লৌহপুরুষ আদবানী এবার আর ভোটে দাঁড়াবেন না৷ তাঁর আসন থেকে লড়বেন ছেলে৷
মুরলী মনোহর যোশী: ৮৫ বছর বয়সী বিজেপির এই প্রবীণ নেতা ভোটে দাঁড়াতে চান না বলে দলকে জানিয়েছেন৷ তাঁর কানপুর কেন্দ্রটি থেকে লড়বেন সতীশ মহানা৷
সুষমা স্বরাজ: মোদী মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী সুষমা স্বরাজ গতবছরই জানিয়ে দিয়েছিলেন তিনি আর ভোটে দাঁড়াবেন না৷
অমিত শাহ: রাজ্যসভার সাংসদ ও মোদীর সেনাপতি সিদ্ধান্ত নিয়েছেন লোকসভা ভোটে না দাঁড়িয়ে দলের নির্বাচনী দায়িত্ব কাঁধে তুলে নেওয়া৷
অল্প কিছু সময়ের মধ্যেই হয়তো বেশ কিছু আসনের প্রার্থীর নাম জানিয়ে দেবে বিজেপি। এ বার বাংলার রাজনৈতিক মহলের চোখও সে দিকেই। কী চমক দেয় কেন্দ্রের শাসকদল।

Previous articleএ বছর হোলি খেলবেন না সিআরপিএফ জওয়ানরা
Next articleবনগাঁয় এক প্রসূতিকে চিকিৎসা না করে, ছুটি দেওয়ার অভিযোগ তুলে,চিকিৎসকের চেম্বারে ভাঙচুর চালালেন রোগীর পরিজনেরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here