দেশেরসময় ওয়েবডেস্কঃ পুলওয়ামা হামলায় শহিদ হয়েছিলেন ৪০জন সিআরপিএফ জওয়ান। শহিদ জওয়ানদের বদলা নিতে প্রত্যাঘাতও হেনেছিল ভারতীয় বায়ু সেনা। এ বার শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানাতে হোলি উৎসব পালন না করার সিদ্ধান্ত নিয়েছে সিআরপিএফ।

সিআরপিএফ-এর ৮০ বছরের বর্ষপূর্তি অনুষ্ঠানে ডিরেক্টর জেনারেল আর আর ভাটনাগর জানিয়েছেন, পুলওমায়ার শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানাতে চলতি বছর ২১ মার্চ হোলি খেলবেন না সীমান্তে থাকা জওয়ানরা। তিনি আরও বলেন, জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসের দমন করা সত্যিই একটা চ্যালেঞ্জের বিষয়। তবে ২০১৮ সালে ২১০ জন জঙ্গিকে নিকেশ করেছেন সিআরপিএফ জওয়ানরা। ভাটনাগর আরও বলেন, নকশাল বা মাওবাদী হামলাও আগের থেকে প্রায় ৪০ শতাংশ কমে এসেছে। তবে এখনও বেশ কিছু জায়গায় বিশেষ করে ছত্তিসগড়ে এই সমস্যা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here