বৃহস্পতিবার সন্ধ্যায় সটান কাঁথিতে অধিকারী-বাসভবনে পৌঁছে গেলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর,কিন্তু কেন?দেখা হলো কী,কথা হল শিশিরের সঙ্গে

0
1979

দেশের সময় ওয়েবডেস্কঃ নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে কদিন আগে নাম না করে তাঁকে মীরজাফর বলেছেন ফিরহাদ হাকিম। দোলা-পূর্ণেন্দুও কম কড়া কথা শোনাননি। এর পরেও কোনও সমঝোতার জায়গা থাকে কি? বিশেষ করে, বিষ্যুদবারও ঘাটালের মাটিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী যখন বলেছেন, “আমরা এগিয়ে যাব। আর তোরা দেখে কাঁদবি। দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি!”


তবু হয়তো শেষ একটা চেষ্টা করে যাচ্ছে তৃণমূল। হয়তো তাই, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন প্রায়ই শিশির অধিরকারীকে ফোন করছেন বলে খবর, তেমনই বৃহস্পতিবার সন্ধ্যায় সটান কাঁথিতে অধিকারী-বাসভবনে পৌঁছে গেলেন কালীঘাটের বার্তাবহ তথা পেশাদার ভোট কুশলী প্রশান্ত কিশোর।
কৌতূহলের বিষয় হল, শুভেন্দুর সঙ্গে তাঁর দেখা হল কি বা কথা?

এদিন দুপুরে ঘাটালে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন পরিবহণ ও সেচ মন্ত্রী। পরে পশ্চিম মেদিনীপুর, পাণ্ডুয়া, হুগলিতে কালীপুজো উদ্বোধন করেন। কাঁথির বাড়িতে তিনি ছিলেন না। বরং তাঁর কর্মসূচি দেখে অনেকেই আন্দাজ করছেন, বড় কোনও পদক্ষেপের আগে তিনি জনসংযোগে ব্যস্ত। জেলায় জেলায় তাঁর যোগাযোগ, অনুগামী ও আস্থাভাজন কর্মী নেতাদের সঙ্গে সম্পর্ক ঝালিয়ে নিচ্ছেন। কেউ আবার বলছেন, ক্রমশ মাঠ বড় করছেন শুভেন্দু। মুর্শিদাবাদ থেকে রাজারহাট। গোটা দিন ডজন খানেক কর্মসূচি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন।

শিশিরবাবুর সঙ্গে প্রশান্ত কিশোরের কী কথা হল, সে ব্যাপারে দুজনেই বাইরে কিছু বলেননি। প্রশান্ত কিশোরের সঙ্গে শুভেন্দুর ফোনে কথা হয়েছে কিনা তাও স্পষ্ট নয়। তবে তৃণমূল সূত্রে খবর, এর আগেও শুভেন্দুর সঙ্গে দুবার দেখা করেছেন প্রশান্ত কিশোর। অনেকের মতে, ওই দুই বৈঠকের পরেও যখন প্রশান্ত কিশোরকে বৃহস্পতিবার কাঁথিতে যেতে হয়েছে, তার মানে হল আগের বৈঠকে বরফ গলেনি। আর এ বার তো দেখাও হল না। তৃণমূল সূত্রের এও খবর, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীও শুভেন্দুকে ফোন করেছিলেন। তাতেও খুব একটা সুবিধা হয়নি।

পর্যবেক্ষকদের অনেকের মতে, শুভেন্দুকে যতটা সক্রিয় দেখা যাচ্ছে, এবং সেই সঙ্গে তৃণমূলের মধ্যে যে মরিয়া ভাব লক্ষ্য করা যাচ্ছে তাতে মনে হচ্ছে, খুব শিগগির এই পর্বের যবনিকা পতন হতে চলেছে। হতে পারে তার আগে আগামী কয়েকদিন এ ব্যাপারে টানটান উত্তেজনা ও আগ্রহ থাকবে রাজ্য রাজনীতিতে।

এদিন রাত প্রায় ১০টা নাগাদ অধিকারী বাড়ি ছেড়ে বেরিয়ে যান প্রশান্ত। শিশিরের সঙ্গে কথা বলেন তিনি।দু’জনের মধ্যে ঘণ্টা দেড়েক কথাবার্তা হয়। তবে আলোচনায় ঠিক কী কী বিষয় উঠে এসেছে তা নিয়ে মুখ খোলেননি কেউই। কারণ অধিকারী বাড়ি ছেড়ে বেরনোর সময় সাংবাদিকদের এড়িয়ে গিয়েছেন প্রশান্ত।

Previous articleবক্সীদার ডাকে ঘরে ফিরলেন বেচা
Next articleঅরাজনৈতিক মঞ্চে শুভেন্দু,উপস্থিত প্রায় ৫০০০ সমর্থক,রাতেই তাঁর বাড়িতে প্রশান্ত কিশোর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here