বিপদ জনক বিদ্যুৎ এর খুঁটি,ভাঙছে রাস্তার পার ভ্রুক্ষেপ নেই প্রশাসনের

0
1033

দেশের সময়,বনগাঁঃ দিন চারেক আগে ভারী বৃষ্টিতে রাস্তার অনেকটা অংশ থেকে ধ্বস নেমে পাশের একটি বিদ্যুৎ এর খুঁটি বিপদ জনক অবস্থায় রয়েছে৷ স্থানীয় মানুষের অভিযোগ বিদ্যুৎ দপ্তরে জানানো হয়েছে কিন্তু কোন কাজ হয়নি।

মতিগঞ্জ থেকে ছয়ঘরিয়া গ্রামের খ্যাদাপাড়া যাওয়ার এই জন বহুল রাস্তায় রয়েছে বেশ কয়েকটি স্কুল এবং কলেজ যার প্রয়োজনে স্কুলের গাড়ী চলাচল করে অনবরত এই রাস্তাতেই৷ যে কোন মুহুর্তে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা৷ আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা৷

Previous articleকার্গিল দিবসের ২০ বছর, টুইট করলেন মোদী
Next article২১জুলাই আগের জোশ হারিয়েছে,মানছেন তৃণমূলের নেতারাও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here