বিজেপিতে যোগ দিলেন দুলাল বর, অনুমপ হাজরা, খগেন মুর্মু

0
1228

দেশের সময় ওয়েবডেস্কঃ সবার আগে দেশের সময় জানিয়েছিল, হল তাই,তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার দিনেই দিল্লিতে বিজেপিতে যোগ দিলেন বোলুপুরের তৃণমূল সাংসদ অনুপম হাজরা।


সকালেই কৈলাস বিজয়বর্গীয় সঙ্গে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে জল্পনা উস্কে ছিলেন। বিকেলে সেই জল্পনার অবসান ঘটালেন বিজেপিতে যোগদান করে।


মুকুল রায় এবং কৈলাস বিজয়বর্গীয়ের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন তিনি।
এদিন একই সঙ্গে বিজেপিতে যোগ দেন বাগদা বিধানসভার কংগ্রেস বিধায়ক দুলালচন্দ্র বর। এবং সিপিএম বিধায়ক খগেন মুর্মু। এর আগে বিজেপিতে যোগ দিয়েছে শঙ্কুদেব পণ্ডা, সৌমিত্র খাঁয়ের মতো তৃণমূল নেতা।

Previous articleফের চমক,তৃণমূলের তালিকায়, বসিরহাটে নুসরত, আসানসোলে মুনমুন,যাদবপুরে মিমি
Next article“এ তো সবে ট্রেলর”বললেন মুকুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here