বাবাসাহেব আম্বেদকরের আদর্শে বিরভূমের পিছিয়ে পড়া স্কুলকে আর্থিক অনুদান

0
16

সুপ্রকাশ চক্রবর্তী দেশের সময় :ভারতরত্ন বাবাসাহেব ডক্টর বি আর আম্বেদকরের ১৩৪ তম জন্মজয়ন্তী পালিত হল এসপ্ল্যানেড ইস্ট আয়কর ভবনে ।

অল ইন্ডিয়া ইনকাম ট্যাক্স এস.সি,এস.টি এমপ্লয়িস অ্যাসোসিয়েশন (ITSEWA), ওয়েস্ট বেঙ্গল ইউনিটের উদ্যোগে মঙ্গলবার অনুষ্ঠানের উদ্বোধন করেন এস.সি,এস.টি কল্যাণ বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারপারসন ফাগন সিং কুলাস্তে।

উপস্থিত ছিলেন আয়কর বিভাগের পশ্চিমবঙ্গ ও সিকিম বিভাগের প্রিন্সিপাল চিফ কমিশনার নিরজ কুমার।
অনুষ্ঠানে ডঃ আম্বেদকরের জীবন ও কর্মকান্ড নিয়ে বক্তব্য রাখেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.সুস্নাত দাশ ও একাডেমী অনুবাদক পুরস্কার প্রাপক বাসুদেব দাস।

ফাগন সিং কুলাস্তে বলেন, বাবাসাহেব আম্বেদকর মানুষের মধ্যে শিক্ষা বিস্তারের মাধ্যমে,গরীব ও পিছিয়ে পড়া মানুষের কল্যানে মানুষকে সংগঠিত করে এগিয়ে যেতে বলেছিলেন। বাবা সাহেবের ভাবনা ও আদর্শ বর্তমান সমাজ ব্যবস্থায় এখনো ভীষণভাবে প্রাসঙ্গিক।

আজকের দিনে দাঁড়িয়ে বাবা সাহেবের আদর্শে মানুষের কল্যানে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
বাবাসাহেবের আদর্শকে পাথেয় করে এদিন উদ্যোক্তাদের পক্ষ্য থেকে বীরভূমের কাপাসটিকুরি গ্রামের শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা মিশন ট্রাস্টের কর্ণধাZর দয়ানন্দময়ী মাতাজীর হাতে ৫০ হাজার টাকা আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। যিনি আর্থিক ও সামাজিকভাবে পিছিয়ে পড়া দুস্থ মেয়েদের প্রথাগত ও কারিগরি শিক্ষার সাথে তাদের নানান সংস্কৃতিক শিক্ষায় শিক্ষিত করে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টায় ব্রতী হয়েছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়কর বিভাগের প্রিন্সিপাল কমিশনার সঞ্জয় আইবরা এবং সংস্থার সাধারণ সম্পাদক সুদীপ মজুমদার।

Previous articleMamata Banerjee স্কুলে যান, মাইনে পাবেন,চাকরিহারাদের আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী, মুর্শিদাবাদে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার বার্তা মমতার
Next articleJammu Kashmir Pahalgam Terror Attackপহেলগামে ২৬ পর্যটকের হত্যার ঘটনায় কেউ ছাড় পাবে না: মোদী, সৌদি সফর মাঝপথে থামিয়ে ফিরছেন প্রধানমন্ত্রী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here