বর্ষশেষের দিনটি কোন রাশির জন্য কেমন জানুন

0
451

রাশিফল

মেষ
শরীরঃ বেশি ছুটোছুটি আজ না করাই ভালো, ক্লান্তি আসতে পারে। কাজের চাপ বেশি থাকায়, মেজাজ খিটখিটে থাকবে।
অর্থঃ উদ্ভাবনী চিন্তাসম্পন্ন কেউ আজ অর্থ বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে সুপরামর্শ দেবেন।
প্রেমঃ সঙ্গীর বিশেষ মনোযোগ পেতে পারেন। এমন কারও সাথে আজ দেখা হতে পারে, যাঁর ব্যক্তিত্ব আপনার মনে প্রভাব ফেলবে।

বৃষ
শরীরঃ
সারাদিন বেশ এনার্জেটিক থাকবেন আজ।
অর্থঃ অন্যের পাশে থাকতে গিয়ে নিজের পকেট আজ ফাঁকা হতে পারে। নজর রাখবেন সেদিকে। বেড়াতে যাওয়ার কারণে অনেকটা ব্যয় হতে পারে।
প্রেমঃ প্রিয়জন সবকিছুতে আজ পাশে থেকে মানসিক দৃঢ়তা জোগাবেন।

মিথুন

শরীরঃ শারীরিক কসরত আজ আপনাকে চনমনে রাখবে।
অর্থঃ নতুন কোনও বিনিয়োগ থেকে বেশ খানিকটা টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ।
প্রেমঃ আপনার সারাদিনের ব্যস্ততায় সঙ্গীর মন খারাপ হবে, পারলে তাঁকে একটু সময় দিন।

কর্কট
শরীরঃ

অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন এবং সুস্থ থাকতে নিয়মিতভাবে হেল্থ ক্লাবে যান।
অর্থঃ
আর্থিক দিকে উন্নতি নিশ্চিত। কেনাকাটা করতে গিয়ে বেশি খরচ এড়িয়ে চলুন।
প্রেমঃ সারাদিন চ্যাটে ব্যস্ত থেকেই প্রিয়জনের মন বুঝতে পারবেন।

সিংহ
শরীরঃ অত্যধিক দুশ্চিন্তা আপনার মানসিক শান্তি বিঘ্নিত করতে পারে। তাই এটি এড়িয়ে চলুন। উদ্বেগ,বদমেজাজ এবং দুশ্চিন্তার অল্পস্বল্পও শরীরকে বিরূপভাবে প্রভাবিত করতে পারে। তাই খেয়াল রাখুন সে দিকে।
অর্থঃ সব দায়বদ্ধতা এবং আর্থিক লেনদেন সতর্ক হয়ে করতে হবে। বেড়াতে গেলে আপনার অর্থলাভ হতে পারে আজ।
প্রেমঃ প্রিয়জনের খরচে মনোভাব আজ আপনাদের মধ্যে সমস্যা তৈরি করতে পারে। সতর্ক থাকুন।

কন্যা
শরীরঃ মন থেকে চিন্তা দূর করুন, সকালে ব্যায়াম করুন।
অর্থঃ আত্মবিশ্বাসে ভর করেই এগিয়ে চলুন। অযথা খরচ করবেন না।
প্রেমঃ
সারা দিনই ফুরফুরে মেজাজে থাকবেন আপনি।

তুলা
শরীরঃ
শারীরিক কোনও অস্বস্তি থাকবে না আজ। তবে বেশি কসরতও করবেন না।
অর্থঃ ফাটকায় লাভ আসবে আজ।
প্রেমঃ পুরনো স্মৃতিতে কাটবে সারাদিন। বিবাহিতদের জন্য আনন্দের দিন।

বৃশ্চিক
শরীরঃ
স্বাস্হ্য ভালোই থাকবে আজ।
অর্থঃ দীর্ঘদিনের বকেয়া এবং পাওনা শেষমেশ আজ উদ্ধার করতে পারবেন।
প্রেমঃ প্রেমের পক্ষে ভালো দিন নয়।

ধনু
শরীরঃ

উদ্বেগমুক্ত হয়ে থাকুন। ব্যায়াম করুন। সুস্থ থাকুন।
অর্থঃ দীর্ঘমেয়াদি ভিত্তিতে বিনিয়োগ করলে উল্লেখযোগ্য লাভ পাবেন আজ।
প্রেমঃ সঙ্গীর চাহিদা মেটাতে আজ নাজেহাল হবেন।

মকর
শরীরঃ
সারাদিন যথেষ্ট অ্যাক্টিভ থাকবেন।
অর্থঃ কোনও নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে এবং আপনি অনেক টাকা পাবেন আজ।
প্রেমঃ সঙ্গীর থেকে পাওয়া আঘাতে আজ বিষণ্ণ থাকবেন আপনি।

কুম্ভ
শরীরঃ
সুস্থ থাকতে সকালে হাঁটুন।
অর্থঃ উপরি টাকা জমিবাড়িতে বিনিয়োগ করা উচিত। তাতে লাভ আপনারই।
প্রেমঃ অন্য দিনগুলোর থেকে খুবই আলাদা একটা দিন। তাই দিনটিকে উপভোগ করুন।

মীন
শরীরঃ
ঠাণ্ডা লাগাবেন না। রাস্তায় সাবধানে চলাফেরা করবেন।
অর্থঃ
উপরি টাকা জমিবাড়িতে বিনিয়োগ করতে পারেন। পরে লাভ হতে পারে। সন্ধের পরে কিছু টাকা উপার্জন হতে পারে আজই।
প্রেমঃ
প্রিয়জনের সাথে সমস্যা কেটে যাবে আজ।

Previous articleদেশের ‌স্বাধীনতা বিপদের মুখে দাঁড়িয়ে মমতা
Next articleবিয়ে করলেই কনে পাবে ১০ গ্রাম সোনা, নতুন বছরে চমক অসম সরকারের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here