‘বর্ধমানের মিহিদানা দিদি কি পছন্দ করেন না?’ মমতাকে কটাক্ষ মোদীর

0
1136

দেশের সময় ওয়েবডেস্কঃ বাংলায় পঞ্চম দফার নির্বাচনের মুখে ভোটপ্রচারে এসে আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷

বর্ধমানের মিহিদানার প্রসঙ্গ টেনে মমতাকে বিঁধলেন মোদী। সোমবার বর্ধমানের সভায় নমো বলেন, ‘বর্ধমানের মিহিদানা ও চাল বিখ্যাত। বর্ধমানের মিহিদানা কি পছন্দ করেন না মমতা? নাহলে উনি এত রাগ করছেন কেন? ওঁর রাগ, ক্রোধ দিন দিন বেড়েই চলেছে। জানেন কেন?

বাংলায় অর্ধেক দফার নির্বাচনে তৃণমূল সাফ হয়ে গিয়েছে। বাকি চার দফার নির্বাচনে তৃণমূল পুরো সাফ হয়ে যাবে। বিজেপি সেঞ্চুরি করে ফেলেছে।’ তৃণমূলনেত্রীকে কটাক্ষ করে মোদী আরও বলেছেন, ‘নন্দীগ্রামে ক্লিন বোল্ড দিদি। আপনাদের সঙ্গে দিদি খেলা খেলতে চেয়েছিলেন। দিদির সঙ্গেই খেলা হয়ে গিয়েছে।’

মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে মোদী আরও বলেছেন, ‘দিদির পুরো টিমকে মাঠ ছাড়া করেছে পুলিশ। ৩৪ বছর পর বামফ্রন্টেরও একই হাল হয়েছে। যেভাবে কংগ্রেস ও সিপিআইএম আর ফেরেনি। সেভাবে দিদিও আর ফিরবেন না।

আপনার এত রাগ, তাহলে আমায় গালাগাল দিন। সাধারণ মানুষের উপর রাগ করছেন কেন? দিদির কুশাসন আর চায় না বাংলা। আপনার অহঙ্কার আর সহ্য করবে না বাংলা। দিদি-ভাইপোর হিংসার খেলা চায় না বাংলা।’

নমো আরও বলেন, ‘তৃণমূলের এক নেতা দলিতদের ভিখারি বলেছেন। তারপরও দিদি নীরব। দলিতদের অপমান দিদির সবথেকে বড় ভুল।মা-মানুষের নামে বাংলার উপর রাজ করেছেন দিদি। দিদির মা-মাটি এখন মোদীর মুখ। দিদি পুলিশকে তোলাবাজের কাজে লাগিয়েছে।’

শীতলকুচির ঘটনা প্রসঙ্গে এদিন ফের মোদী বললেন, ‘কোচবিহারে কয়েকদিন আগে যাদের মৃত্যু হল, তাঁরাও মায়ের সন্তান। দিদির নীতি মায়ের কোল খালি করেছে।’ এর আগে চতুর্থ দফার ভোটের দিন প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘কোচবিহারের ঘটনা দু:খজনক। বিজেপি ক্ষমতায় এলে বিচার হবে। দিদি ও তার গুন্ডারা এসব করেছে।’

Previous articleকর্মসংস্থান এবং শিল্প গড়তে সংযুক্ত মোর্চার প্রার্থীদের ভোট দিন : আহ্বান আব্বাস সিদ্দিকীর
Next articleউন্নয়নই মূল হাতিয়ার বনগাঁ উত্তর কেন্দ্রে তৃণমূল প্রার্থী শ্যামল রায়ের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here