দেশের সময়, অশোকনগর: ‘তৃণমূল এবং বিজেপি মিলে দেশটাকে রসাতালি পাঠিয়ে দিচ্ছে। তাই ওদের বিরুদ্ধে জোট বাঁধতে আমরা বামপন্থিরা কংগ্রেস, আইএসএফকে সঙ্গে নিয়ে ভোটের লড়াইয়ের ময়দানে নেমেছি।

আর আপনারা যারা তৃণমূল এবং বিজেপিকে পরাস্ত করতে চান, তাঁরা সংযুক্ত মোর্চার প্রার্থীদেরকে ভোট দিয়ে জয়ী করুন।’ অশোকনগরের সংযুক্ত মোর্চার পক্ষে আইএসএফ প্রার্থী তাপস ব্যানার্জির সমর্থনে আয়োজিত জনসভায় এই আবেদন জানালেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এদিনের জনসভায় আর এক অন্যতম বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আইএসএফ প্রধান আব্বাস সিদ্দিকী।


এদিন বিমান বসু মমতা ব্যানার্জির সমালোচনা করে বলেন, ‘আব্বাস সিদ্দিকীর মতো একজন তরুণ রাজনৈতিক নেতাকে খারাপ অর্থে ‘চ্যাংড়া’ বলে সম্বোধন করছেন। একজন মুখ্যমন্ত্রী হিসেবে অন্য দলের একজন রাজনৈতিক নেতার সম্পর্কে এমন মন্তব্য সমীচীন নয়।’


মমতা ব্যানার্জির পায়ের ব্যান্ডেজকে কটাক্ষ করে আব্বাস সিদ্দিকী বলেন, ‘ওনার পায়ে কোন চোট লাগেনি। মানুষের সহানুভূতি আদায় করতে পায়ে প্লাস্টার বেঁধে ঘুরে বেড়াচ্ছেন। আর আমি সত্যি কথা বলায় আমাকে কিছু করতে না পেরে আমার বিরুদ্ধে উল্টোপাল্টা মন্তব্য করছেন। আমাকে বলছেন, আমি নাকি বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে।

এটা মমতা ব্যানার্জি নিজেই ভালো বলতে পারবেন। কারণ উনি আর বিজেপি একে অপরের পরিপূরক।’ কামদুনির ধর্ষণকাণ্ডের প্রসঙ্গ তুলে এদিন আব্বাস সিদ্দিকী বলেন, ‘ওই ঘটনার পর মুখ্যমন্ত্রী ঘটনাটিকে ছোটখাটো ঘটনা বলে মন্তব্য করেছিলেন। ওনার উচিত ছিল অভিযুক্তদের ফাঁসির ব্যবস্থা করার।

তাহলে অন্য কেউ এমন ধরনের জঘন্য অপরাধ করার আগে দুবার ভাববে।’ তিনি অভিযোগ করেন, ‘মমতা ব্যানার্জির উস্কানি মূলক মন্তব্যের জন্য কুচবিহারে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ জনের মৃত্যু হয়েছে। নির্বাচন প্রক্রিয়া এমন হওয়া উচিত যাতে একজন ভোটার ভোট দিয়ে বেরিয়ে এসে বলতে পারেন, আমি অমুক দলের প্রার্থীকে ভোট দিয়েছি।’

আব্বাস সিদ্দিকী এদিন আরো বলেন, ‘সংযুক্ত মোর্চা সরকার গড়লে রাজ্যে যত শূন্য পদ আছে, সেখানে বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। রাজ্যে শিল্প আসবে। আর ভোট প্রক্রিয়া এমন ভাবে পরিচালিত হবে যাতে মানুষ যাকে খুশি তাঁর পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে পারবেন। আর আপনারা যদি এমন সরকার গড়তে চান, তাহলে সংযুক্ত মোর্চার প্রার্থীদের ভোট দিন। ভিক্ষা নয়, অধিকার চাই।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here