দেশের সময়ওয়েবডেস্কঃ ধর্মঘটের নামে বাংলার বিভিন্ন জায়গায় সিপিএম গুন্ডামি করেছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার গঙ্গাসাগরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, “এরা বছরে চারটে করে বনধ ডাকে সস্তার জনপ্রিয়তা পেতে। এদের রাজনৈতিক ভাবে মৃত্যু হওয়া প্রয়োজন।”
তৃণমূলনেত্রী আরও বলেন, “পারলে আমাদের মতো আন্দোলন করুক। গুন্ডামি করে কোনও আন্দোলন হয় না। সাধারণ মানুষের অসুবিধে করছে কেন। এর থেকে কেরলের সিপিএম ভাল। তবু ওখানে কিছু মতাদর্শ বেঁচে আছে।”
ইস্যুগুলিকে সমর্থন করলেও তিনি যে বাংলায় বনধ করতে দেবেন না তা আগেই হুঁশিয়ারির সুরে জানিয়ে দিয়েছিলেন মমতা। সরকারি নির্দেশিকা জারি করে স্পষ্ট বলে দেওয়া হয় ধর্মঘটের দিন কাজে যোগ দিতেই হবে। নাহলে একদিনের বেতন ও চাকরির মেয়াদ থেকে একদিন কমবে।
মমতার এই বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী বলেন, “ওঁর আন্দোলন মানে তো বিধানসভা ভাঙচুর। এটা বাংলার মানুষ জানে।” যাদবপুরে ধর্মঘটের মিছিল থেকে গ্রেফতার হয়েছেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। তাঁকে লালবাজারে আটক রেখেছে পুলিশ। সেখান থেকে সুজনবাবু বলেন, “মুখ্যমন্ত্রী এত দিন দূরবীন দিয়েও সিপিএমকে দেখতে পাচ্ছিলেন না। আজ পেয়েছেন। ওঁর কথায় স্পষ্ট রাজ্যে ধর্মঘট সর্বাত্মক।”