বনগাঁ লোকাল ট্রেনে সবজির ব্যাগে সোনা পাচার, গ্রেপ্তার ৩

0
1903

দেশের সময়ওয়েবডেস্কঃ সবজির ব্যাগে লুকিয়ে সোনা পাচার করতে গিয়ে ধরা পড়ল তিনজন। শুক্রবার সকালে শিয়ালদহগামী বনগাঁ লোকাল থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ। ডিরেক্টরেট অব রেভেনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) ৯৬ লাখ টাকার সেই সোনা বাজেয়াপ্ত করেছে।

পুলিশ সূত্রে খবর, ৯৬ লাখ টাকার যে সোনা বাজেয়াপ্ত হয়েছে, তার পুরোটাই সোনার বিস্কুট ছিল। এগুলো বাংলাদেশ থেকে বৌবাজারে পাচার করা কথা ছিল। কার কাছে এই বিপুল পরিমাণে সোনা নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানার চেষ্টা চলছে।

সীমান্ত পেরিয়ে সোনা পাচারের ঘটনা নতুন নয়। এর আগেও একাধিকবার সোনা বাজেয়াপ্ত হয়েছে। ২০১৮ সালে খুলনা থেকে কলকাতায় আসার সময়ে একটি বেসরকারি বাস থেকে সোনা পাচারের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছিল ডিআরআই।

গোয়েন্দা সূত্রে খবর, এতদিন বিদেশ থেকে সোনা আমদানি করার জন্য কলকাতা বিমানবন্দরই পাচারকারীদের করিডর ছিল। কিন্তু কলকাতা বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো হওয়ায় কলকাতায় সোনা পাচারের জন্য পাচারকারীরা পরিবর্ত হিসাবে বনগাঁ সীমান্ত, হাওড়া স্টেশনকেই বেছে নিয়েছে।

Previous articleরাশিফল – জেনে নিন আজকের দিন আপনার রাশির জন্য কেমন
Next articleবনগাঁর ভারত বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে বি এস এফ এর এ ডি জি পূর্বাঞ্চল সঞ্জয় কুমার সিং

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here