দেশের সময়: শনিবার বনগাঁ মহকুমা হাসপাতাল পরিদর্শন করলেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী। তিনি বনগাঁ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ,প্যাথলজি, ব্লাড ব্যাংক ঘুরে দেখলেন। ডেঙ্গু জ্বরে আক্রান্তদের সঙ্গে কথাও বলেন তিনি।
হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করলেও আক্রান্ত রোগীর আত্মীয়রা হাসপাতাল এলাকায় বসে ডেঙ্গু আতঙ্কে ভুগছেন। তাদের বক্তব্য, হাসপাতাল এলাকাতেই জল জমে রয়েছে বিভিন্ন জায়গায়। মশার উৎপাত হাসপাতাল জুড়ে।
হাবড়া এলাকার পাশাপাশি বনগাঁতেও ডেঙ্গুর উপদ্রব শুরু হয়েছে। সে ব্যাপারেই মূলত এদিন বনগাঁ হাসপাতাল পরিদর্শনে আসেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা। তিনি হাসপাতালের বিভিন্ন এলাকা ঘুড়ে দেখার পর সাংবাদিকদের বলেন, বনগাঁ হাসপাতালের চিকিৎসা পরিষেবা যথেষ্ট ভালো।
জ্বরে বিশেষ করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যারা এই হাসপাতালে ভর্তি হচ্ছেন, তাদের নিয়ম করে পরীক্ষা নিরিক্ষা করার পাশাপাশি তাদের জন্য উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। ফলে ডেঙ্গুতে আক্রান্ত হলেও সেইসব রোগীদের সুস্থ করে বাড়ি পাঠানো সম্ভব হচ্ছে।