বঙ্গোপসাগরে নিম্নচাপ, শীতের আমেজে কতটা প্রভাব পড়বে বাংলায় ?

0
1160

দেশের সময় ওয়েবডেস্কঃ আগামি বুধবার থেকে রাজ্যে পারদ কিছুটা নিম্নমুখী থাকতে পারে। তাপমাত্রা ওই দিনথেকে ফের কিছুটা নামতে পারে। অন্যদিকে বঙ্গোপসাগরের উপর নতুন করে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। তবে সেটির অভিমুখ রয়েছে দক্ষিণের রাজ্যগুলির দিকে। এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। 

কী বলছে আবহাওয়া দফতর:

আজকে সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। নভেম্বরের শেষ সপ্তাহ থেকে রাজ্যে বেশ খানিকটা কনকনের শীতের আমেজ পাচ্ছেন বঙ্গবাসী। আগামী বেশ কয়েকদিন ধরে তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন হচ্ছে না। তবে বুধবার কিছুটা হলেও পারদ ফের নামতে পারে। এমনটাই আভাস দেওয়া হয়েছে। সেইসঙ্গে আকাশ পরিষ্কার থাকবে। পাশাপাশি বাতাসে শুষ্ক ভাবও বজায় থাকবে। এখনই রাজ্যে নতুন করে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। কলকাতার -সঙ্গে জেলাগুলিতেও বজায় রয়েছে ঠান্ডার আমেজ। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আবহাওয়ার এখন বড় কোনও পরিবর্তন নেই। সেখানেও বিগত কয়েকদিন ধরে পারদ নিম্নমুখী রয়েছে।

প্রস্তুত নয়া নিম্নচাপ:

অন্যদিকে বঙ্গোপসাগরের উপর তৈরি রয়েছে একটি নিম্নচাপ। তবে এই নিম্নচাপটির প্রভাব বাংলায় পড়বে না। তামিলনাড়ুর দিকে এই নিম্নচাপটির অভিমুখ রয়েছে। ফলে আগে থেকে সতর্ক করা হয়েছে দক্ষিণের রাজ্যগুলিকে।

এই মুহূর্তের তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই রাজ্যে। আগামী কয়েকদিন এমন শীতল ভাবই বজায় থাকবে। বুধবার কিছুটা হলেও পারদ ফের নামতে পারে।  এমনিতে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই হাল্কা ঠান্ডার আভাস পাচ্ছিল বঙ্গবাসী। শেষ সপ্তাহে এসে কনকনে ঠান্ডার আমেজ এখন বেশ ভালোই উপভোগ করছেন সকলে। রাত বাড়লেই নিম্নমুখী হচ্ছে পারদ। 

অন্যদিকে, ব্যাপক ঠান্ডা পড়েছে উত্তরের রাজ্যগুলিতে। এই রাজ্যগুলিতে আগামী কয়েকদিন আরও ঠান্ডার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দিল্লি, রাজস্থান, মধ্যপ্রদেশ-সহ বেশ কয়েকটি রাজ্যে ইতিমধ্যে তাপমাত্রা বেশ নিম্নমুখী। এই রাজ্যগুলিতে আরও জাঁকিয়ে ঠান্ডা পড়তে চলেছে বলে খবর। ওড়িশার তাপমাত্রাও বেশ নিম্নমুখী। সেখানে আবার ঘন কুয়াশা তৈরি হতে পারে বলে আভাস দেওয়া হয়েছে।

Previous articleসপ্তাহের প্রথম দিন কেমন কাটবে? দেখুন রাশিফল
Next articleছবির লড়াই:Photo fight/Editor’s Choice

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here