![](https://deshersamay.com/wp-content/uploads/2021/10/IMG-20211030-WA0042-588x1024.jpg)
দেশের সময়ওয়েবডেস্কঃ পুজোর মরসুমে একাধিক কারণে শাকসব্জির দাম চড়া। পেট্রল, ডিজেলের দাম সেঞ্চুরি পার করেও প্রায় প্রতিদিনই বাড়ছে। সামনেই দেওয়ালি । তার রোশনাই, আলো ঝলমল সন্ধ্যার আনন্দে মেতে ওঠার মুখে বড় দুঃসংবাদ । আজই ২৬৫ টাকা বাড়ল বাণিজ্যিক কারণে ব্যবহার করা রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ! সংসার চালানোর এলপিজির দামও পাল্লা দিয়ে বাড়ছে ক্রমাগত। সব মিলিয়ে মূল্যবৃদ্ধির চাপে পকেটে টান আমআদমির। বাণিজ্যিক কারণে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় ২৫০ টাকার বেশি উঠে যাওয়ার অর্থ, হোটেল, রেস্তোরাঁয় খাওয়ার শখ মেটাতে গেলে খরচ বাড়বে। যাঁরা হোম ডেলিভারির মাধ্যমে খাবার আনিয়ে খান, তাঁদের খরচও বাজেট ছাড়িয়ে যাবে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/10/6320876814196649547_121-1024x854.jpg)
২৬৫ টাকা বাড়ার পর কলকাতায় খাবারের দোকানে ব্যবহার করা ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়াচ্ছে ২০৭৩.৫০ টাকা। দিল্লিতেও তার দাম ২ হাজার টাকা ছাড়িয়েছে। তার দাম এতদিন ছিল ১৭৩৩ টাকা। মুম্বইয়ে ছিল ১৬৮৩ টাকা। এবার হচ্ছে ১৯৫০ টাকা। চেন্নাইয়ে হচ্ছে ২১৩৩ টাকা।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/10/2020-12X5-copy-1024x427-1-1024x491-1.jpg)
কলকাতায় ঘরোয়া কাজে ব্য়বহার করা এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে ৯২৬ টাকায়। তা যে কোনওদিন বেড়ে যেতে পারে চলতি প্রবণতার সঙ্গে তাল রেখে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/10/annapurna-car-bazar-new-01-scaled.jpg)
পর্যবেক্ষক মহলের অভিমত, অশোধিত তেলের দাম বৃদ্ধির ধাক্কাতেই বাড়ছে ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম। শীঘ্রই তা ১০০০ টাকা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। চলতি বছরে ঘরোয়া রান্নার গ্যাসের দাম জানুয়ারিতে ছিল সিলিন্ডারপিছু ৬৯৪ টাকা। তারপর ৮ দফায় তার দাম বেড়েছে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/10/6320876814196649548_121.jpg)
ভারতে এলপিজি সিলিন্ডারের মূল্যবৃদ্ধির পিছনে যে দুটি ফ্যাক্টর কাজ করে, সেগুলি হল আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম আর ডলার-টাকার বিনিময় হার। বেন্ট অশোধিত তেলের দাম বর্তমানে ব্যারেলপিছু ৮৪ মার্কিন ডলারের আশেপাশে। শুক্রবার ডলার-টাকার বিনিময় হার ছিল ৭৪.৮৮।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/10/1634548855620.jpg)
চলতি নিয়ম অনুসারে দেশে বছরে ১৪.২ কেজির ১২টি সিলিন্ডার ভরতুকি দামে পাওয়া যায়। এর বেশি কিনতে হলে বাজার দর বা ভরতুকিহীন দাম দিতে হবে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/10/IMG_20211026_102843_994.jpg)