দেশের সময় ওয়েবডেস্ক: মর্দানিই বটে! সিনেমা ভাবলেও ভুল হবে না। জলে ডুবে রয়েছে শহর। সেখানেই কাঁধে এক অসুস্থ লোককে ফেলে দৌড়চ্ছেন মহিলা পুলিশ অফিসার। সেই ছবিই এখন ভাইরাল। দেখে হতবাক নেটিজেনরা। জানালেন কুর্নিশও।
ঘটনা চেন্নাইয়ের। গত পাঁচ দিন ধরে টানা বৃষ্টি চেন্নাই সহ তামিলনাড়ুর বিভিন্ন জেলায়। শহরের বহু অংশ জলের নীচে। চেন্নাইয়ের টিপি ছত্রম এলাকার এক কবরখানায় অচৈতন্য অবস্থায় পড়েছিলেন এক ব্যক্তি। বয়স ২৮ বছর। কোনও কারণে অসুস্থ হয়েছে জ্ঞান হারিয়েছিলেন। দেখে আর বসে থাকেননি ইনস্পেক্টর রাজেশ্বরী। জলমগ্ন শহরে কতক্ষণে আসবে অ্যাম্বুল্যান্স, ঠিক নেই। তাই ওই ব্যক্তিকে কাঁধে ফেলে ছোটেন তিনি। তোলেন এক অটো রিকশায়। তার পর নিয়ে যান হাসপাতালে। সেই ভিডিও ভাইরাল। ওই ব্যক্তি কেমন আছে, জানা যায়নি।
গত কয়েক দিনে বৃষ্টিতে তামিলনাড়ুতে মারা গিয়েছেন ১৪ জন। চেন্নাইতে বিপর্যস্ত জনজীবন। গত পাঁচ দিন ধরে রাজধানী সহ বিভিন্ন জেলা, শহরে জল জমে রয়েছে। মুখ্যমন্ত্রী স্টালিনের বিধানসভা কেন্দ্র কোলাথুরের বিভিন্ন অংশও জলমগ্ন।
বাসিন্দারা তুমুল ক্ষোভ প্রকাশ করেছেন। আঙুল তুলেছেন প্রশাসনের দিকে। বলেছেন, ‘করদাতাদের এই হেনস্থা মানা যায় না’। চেন্নাইয়ের কে কে নগর হাসপাতালেও হু হু করে ঢুকে গিয়েছে বন্যার জল। মেট্রো স্টেশনের বাইরে জল।
রাজ্য সরকার জানিয়েছে, প্রয়োজন ছাড়া বাসিন্দারা যেন বাইরে না বের হন। চেন্নাই, সালেম, ভেলোর সহ নয় জেলায় সতর্কতা জারি রয়েছে। শুধু তামিলনাড়ুতেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১১টি দল এবং পুদুচেরিতে দু’টি দল মোতায়েন করা হয়েছে।