‘প্রধানমন্ত্রী ব্যাখ্যা দিন’, বিলগ্নিকরণের ইস্যুতে সোচ্চার ‘মা’ নুসরত!

0
472

দেশের সময় ওয়েবডেস্কঃ ঘরে কয়েক মাসের সন্তান রয়েছে । তার মধ্যেই ,সোমবার থেকে শুরু হওয়া সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিন থেকেই সংসদে উপস্থিত রয়েছেন বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান। এখনও পেশাদার অভিনেত্রী হলেও সংসদে নানা সময়ে নুসরতের বক্তব্য আলোড়ন ফেলেছে। এবার ফের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন নুসরত। লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির কেন বেসরকারিকরণ করা হচ্ছে, সেই প্রশ্ন তুলে সরব হলেন তিনি।

প্রসঙ্গত, ব‍্যাঙ্ক সহ নানান সংস্থা বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদি সরকার। সেই প্রক্রিয়া শুরু হয়েছে অনেক আগে থেকেই। এই পরিস্থিতিতে ভবিষ্যতে আরও সরকারি সংস্থা বেসরকারি হাতে তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। অথচ সেই তালিকায় এমন অনেক সরকারি সংস্থাও রয়েছে, যা রীতিমতো লাভজনক। যদিও কেন্দ্রীয় সরকার দাবি করে আসছে, দেশবাসীর আর্থিক উন্নতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

সংসদে নুসরত জাহান বলেন, ”লাভজনক সংস্থাগুলির উপরে সরকারের এই কোপ কেন? বেসরকারিকরণ যদি করতেই হয় তাহলে অলাভজনক সংস্থাগুলিকে কেন বেছে নেওয়া হচ্ছে না? এভাবে তো সংশ্লিষ্ট সংস্থার কর্মীরাও অনিশ্চিত ভবিষ‍্যৎ মুখে পড়ছেন।” অনুরোধের সুরে তৃণমূল সাংসদ বলেন, ”পিপিপি মডেলে অলাভজনক সংস্থাগুলির বেসরকারিকরণ করুক কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদে জানান রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির ভবিষ‍্যতের জন‍্য কী পরিকল্পনা নিচ্ছে তাঁর সরকার।”

বিরোধীরা অবশ্য সেই দাবি মানতে নারাজ। তৃণমূলও এর বিরোধিতা করে আসছে। বিরোধীদের একযোগে দাবি, এই বেসরকারিকরণ আসলে দেশের অর্থনৈতিক পরিকাঠামোকে আরও দুর্বল করবে। এদিন সংসদে দাঁড়িয়ে দলের হয়ে নুসরত জাহানও বলেন, ”রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে বিক্রি করে সরকার আসলে নিজের কোষাগার ভরতে চাইছে। কোল ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া, সেল, ভেলের মতো লাভজনক সংস্থাগুলির বেসরকারিকরণ করে সাধারণ মানুষকে আরও ক্ষতির মুখে ফেলে দিচ্ছে সরকার।”

এদিন বিষয়টিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ দাবি করেছেন তৃণমূল সাংসদ। তাঁর আবেদন, মেনে রাষ্ট্রায়ত্ত সম্পত্তি বিক্রি করা হোক। এই আর্জি জানাচ্ছি। আর সেক্ষেত্রে শুধু অলাভজনক সংস্থাকেই বিক্রি করা হোক। এইসব সংস্থাকে সম্পূর্ণভাবে বিক্রির প্রক্রিয়া বন্ধ করা হোক। আমি আর আমার দল (তৃণমূল কংগ্রেস) এই লাভজনক রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাগুলির বিলগ্নিকরণের বিরোধিতা করছি। প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ, রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাগুলি সম্পর্কে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা কী তা সংসদে এসে স্পষ্ট করে বলুন।’

Previous articleদুর্ঘটনা এড়ালো হাওড়াগামী দুরন্ত এক্সপ্রেস
Next articleহাঁসখালির দুর্ঘটনায় বাগদার নিহত পরিবারগুলি শোক সামলে কাজ চাইলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের কাছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here