পাকিস্তান,সন্ত্রাসবাদী হামলা চালাতে জলপথে, সতর্কবার্তা নৌসেনা প্রধানের

0
836

দেশের সময়ওয়েবডেস্ক: জলপথ ধরেই ফের ভারতে হামলার ছক করছে জঙ্গি সংগঠন জৈশ–ই–মহম্মদ। পরিকল্পনা বাস্তবায়িত করতে জঙ্গিদের প্রশিক্ষণও দিচ্ছে জৈশের আন্ডারওয়াটার উইং।

ভারতীয় গোয়েন্দাদের কাছে বিশেষ সূত্রে এই খবর এসেছে বলে জানান ভারতীয় নৌসেনা প্রধান অ্যাডমির‌্যাল করমবীর সিং। গোটা প্রক্রিয়াটিতে মদত দিচ্ছে পাকিস্তান। অবশ্যই তা পেছন থেকে।

পুনেতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে ভারতীয় নৌসেনা প্রধান অ্যাডমির‌্যাল করমবীর সিং বলেন, ‘‌গোয়েন্দা সূত্রে আমরা খবর পেয়েছি জৈশ–ই–মহম্মদের আন্ডারওয়াটার উইং ভারতে হামলা চালানোর জন্য প্রশিক্ষণ দিচ্ছে। আমরা গোটা বিষয়টির দিকে নজর রাখছি। হামলার পরিকল্পনা ব্যর্থ করতে ভারতীয় নৌসেনা সজাগ আছে।’‌ ইতিমধ্যেই জলসীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।

ভারতে সাবমেরিন হামলার চক্রান্ত করছে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি সংগঠন জৈশ–ই–মহম্মদ। সমুদ্রপথ দিয়ে যে কোনও ধরনের অনুপ্রবেশের ঘটনা রুখতে উপকূলের নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থাগুলিও সতর্ক রয়েছে। তিনি দাবি করেন, যে কোনও ধরনের সন্ত্রাসবাদী হামলাকে রুখতে তৈরি ভারতীয় নৌসেনা।

Previous articleDesher Samay Epaper
Next articleলাইভ: হুগলির গুড়াপে প্রশাসনিক বৈঠকে মমতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here