পাকিস্তান বধের চূড়ান্ত প্রস্তুতি ? সেনা-নৌসেনা প্রধানের পর মোদীর সঙ্গে বৈঠকে বায়ুসেনা প্রধান

0
10

রবিবার দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় বায়ুসেনা প্রধান এয়ার মার্শাল অমরপ্রীত সিং। এক সূত্রকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা আলাদা ভাবে সাক্ষাৎ করেছেন সেনা ও নৌসেনা প্রধানও।রবিবার সকালে ওই বৈঠক হয়েছে। তবে কোথায় সেই বৈঠক হচ্ছে, বৈঠকে কী নিয়ে আলোচনা চলছে তা এখনও স্পষ্ট নয়।

রবিবার সন্ধ্যায় ‘খেলো ইন্ডিয়া’-র উদ্বোধন সংক্রান্ত একটি পূর্বঘোষিত কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী মোদীর। এরই মধ্যে এএনআই সূত্রে জানা যায়, বায়ুসেনা প্রধানের সঙ্গে আলোচনায় বসেছেন তিনি। পহেলগাঁও কাণ্ডের পরবর্তী ভারত-পাক উত্তেজনার মাঝে গত কয়েক দিনে এমন বেশ কিছু বৈঠক হয়েছে।

প্রসঙ্গত পহেলগাম হামলার পর তিন সশস্ত্র বাহিনীর প্রধান এবং প্রতিরক্ষা প্রধানের সঙ্গে বৈঠকে এই হামলার প্রতিশোধের পদ্ধতি থেকে দিনক্ষণ…সব কিছুই নির্ধারণ করার পূর্ণ স্বাধীনতা সশস্ত্র বাহিনীকেই দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তার পর থেকেই পাক সমর্থিত জঙ্গি গোষ্ঠী বা পাক বাহিনীর বিরুদ্ধে প্রতিশোধের জল্পনা চলছে। তার মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন সশস্ত্র বাহিনীর প্রধানদের সাক্ষাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তা হলে কি প্রত্যাঘাতের রেসিপি তৈরি? বাড়ছে জল্পনা।

শনিবারই নৌসেনা প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠীর সঙ্গে বৈঠক করেছেন মোদী। ঘটনাচক্রে, নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে ওই বৈঠকের পরের দিন সকালেই বায়ুসেনা প্রধানের সঙ্গেও বৈঠকে বসলেন মোদী। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে শনিবার একটি বৈঠক করেছেন তিনি। গত ২২ এপ্রিল পহেলগাঁও কাণ্ডের পর থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

ভারতের অভিযোগ, পহেলগাঁওয়ের জঙ্গিহানায় সীমান্তপারের যোগ রয়েছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। পহেলগাঁও কাণ্ডের পর গত কয়েক দিন ধরে নয়াদিল্লিতেও একের পর এক উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। গত মঙ্গলবারও সেনা সর্বাধিনায়ক এবং তিন বাহিনীর প্রধানকে নিয়ে বৈঠক করেছেন মোদী। বৈঠকগুলিতে কী বিষয় আলোচনা হয়েছে, তা নিয়ে কোনও তথ্যই প্রকাশ্যে আসেনি।

গত ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী মোদীর ৭, লোক কল্যাণ মার্গের বাসভবনে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন সেনাপ্রধান জেনারেল দ্বিবেদী। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও সেই বৈঠকে উপস্থিত ছিলেন। শনিবার (৩ মে) সন্ধ্যা ৬টায় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠী প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন। এক ঘণ্টা ধরে চলে তাঁদের বৈঠক।

যদিও একটি সূত্রে খবর, গত মঙ্গলবার সেনাকর্তাদের নিয়ে ওই বৈঠকে সন্ত্রাসবাদ দমনের প্রসঙ্গে নিজের কড়া মনোভাব ব্যক্ত করেছেন মোদী। প্রধানমন্ত্রীর বাসভবনের ওই বৈঠকে সন্ত্রাসবাদ মোকাবিলায় বাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দেওয়ার কথাও মোদী বলেছেন বলে সূত্রের খবর।

Previous articleArt Exhibition জীবনের ছন্দে এগিয়ে চলার আর এক নাম প্রবাহ: দেখুন ভিডিও
Next articleদেশবাসী যা চাইছেন, তা-ই হবে!  পহেলগাঁও কাণ্ডের প্রত্যাঘাত নিয়ে ‘সমুচিত জবাবের’ হুঁশিয়ারি রাজনাথের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here