দেশের সময়, ওয়েব ডেস্ক:- অতীত তো সবকিছুরই থাকে। বাস্তবে যা আর হওয়া সম্ভব নয় তা থেকে যায় স্মৃতিতে। আর আজ হয়তো সেই স্মৃতির পৃষ্ঠাগুলোই উল্টেপাল্টে দেখলো ফুটবল দুনিয়া। মোহনবাগানের বিরুদ্ধে দাপটে ফুটবল খেলে আবারও নিজেদের সেরাটা দিতে সক্ষম এডুয়ার্ডো, কাটসুমি-রা। যাদের নামে একসময় ধ্বনি উঠতো কলকাতা-র ময়দানে, আজ সেই ব্রাজিলিও, জাপানি জুটির দাপটে ফুটবল যে আবারও প্রমান করলো তারা শেষ হয়ে যায়নি। আর যার আঁচটা কিছুটা বোঝা গিয়েছিল খেলার ২৪মিনিটে। কর্ণার থেকে যখন কাটসুমি-র বাঁকানো কিক এডুয়ার্ডোর মাথা ছুঁয়ে গোল লাইন ক্রস করলো তখন যেন তাদের অভিব্যক্তিতেই স্পষ্ট প্রাক্তনের ইতিহাস। সৌরভ ও অভিষেক-এর অনুপস্থিতিতে ডারেন ও গুরজিন্দর কে এদিন খেলানোর সিদ্ধান্ত নেন সবুজ মেরুন কোচ শঙ্কর লাল চক্রবর্তী। জয় এলে চেন্নাই কে টপকে যাওয়ার সুযোগ দলের সামনে, মাঠে বল দখলের ক্ষেত্রেও এগিয়ে শঙ্কর ব্রিগেড। তা সত্বেও দিনের শেষে উৎসবে মাতোয়ারা হলো পাহাড়। নেরোকা স্প্যানিশ কোচের স্বাভাবিক পাসিং ফুটবলের সাথে আক্রমন কৌশলের মেলবন্ধনেই যেন বিষন্ন বাগান শিবির। যদিও দ্বিতীয়ার্ধে হেনরি কিসেকা-র গোলে সমতা ফেরায় মোহনবাগান। তবে শেষ রক্ষা হয়নি। ৬৯মিনিটে উইলিয়ামস-এর গোল যেন এক কথায় বাগানের সমস্ত আশার সমাপ্তি ঘটিয়ে দেয়।