দেশের সময় ওয়েবডেক্সঃ বঙ্গোপসাগরের উপর ঘূর্ণাবর্ত বিস্তৃত হয়েছে শ্রীলঙ্কা পর্যন্ত। পশ্চিমমধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থান করা ঘূর্ণাবর্ত বিস্তৃত হয়ে রয়েছে উত্তর অন্ধ্র প্রদেশ এবং দক্ষিণ ওড়িশা পর্যন্ত। তার ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝোড়ো হাওয়ার সঙ্গে মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আগামী ৪৮ ঘণ্টা। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সারাদিনই আকাশ ছিল মেঘলা। ঘূর্ণাবর্তের কারণেই এই দু’দিনে মেঘের আনাগোনা দেখা যায় কলকাতা সহ জেলা গুলির আকাশে। বলা হয়, এই জন্যই উত্তুরে হাওয়ার পথ রুদ্ধ হয়েছে। শীতের যে আমেজ তৈরি হয়েছিল, তাও কিছুটা থমকে যায়। মেঘের প্রকোপ কাটলেই রাজ্যে ফের উত্তরে বাতাস ঢুকে পড়বে বলে মনে করা হচ্ছে। স্বাভাবিক ভাবেই তাপমাত্রাও বেশ কিছুটা কমার সম্ভবনা রয়েছে। উত্তরবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের থেকে সামান্য বেশি থাকবে। কিন্তু বৃষ্টির কারণে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রার পারদ স্বাভাবিকের থেকে প্রায় পাঁচ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। মঙ্গলবারও কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। তবে তাপমাত্রা কিছুটা কম হলেও এখনই শীত পড়ছে না বলে ফের জানিয়ে দিয়েছেন আবহাওয়াবিদরা।
গতকাল, সোমবার থেকেই কলকাতা ও দুই ২৪ পরগনার একাধিক অংশে বিক্ষিপ্ত বৃষ্টি হয়। বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজওI