দেশের সময় পুজোর ফ্যাশন: আজকের মডেল স্বাতী মুখার্জী ,রীতা তালুকদার ও নয়না মুখার্জী

0
655

দেশের সময় পুজোর ফ্যাশন: আজকের মডেল স্বাতী মুখার্জী ,রীতা তালুকদার ও নয়না মুখার্জী:

দেশের সময় পুজোর ফ্যাশন মডেল বিভাগে অভূতপূর্ব সারা পড়েছে। সকল কে অসংখ্য ধন্যবাদ অংশগ্রহণের জন্য। আমাদের দপ্তরে প্রচুর ছবি এসে পৌঁছায়। তার মধ্যে থেকে বাছাই করে আমরা কিছু ছবি প্রকাশ করতে পেরেছি। সব ছবি প্রকাশ করতে না পারার জন্য আমরা দুঃখিত। পুজো শেষ তাই এই বিভাগ আপাতত বন্ধ থাকছে। এবার ফলাফল ঘোষণার পালা। দেশের সময় পুজোর ফ্যাশন বিভাগ থেকে অংশগ্রহণকারীদের থেকে সেরা তিন জন মডেল কে বেছে নেওয়া হবে। তাই আর কয়েকটা দিন অপেক্ষা। আগামী ২৪ শে সেপ্টেম্বর দেশের সময় সংবাদপত্রের পাতায় সেরা তিন বিজয়ীর নাম ছবি সহ ঘোষণা করা হবে। সকল কে শুভ বিজয়ার শুভেচ্ছা। সঙ্গে থাকুন, চোখ রাখুন দেশের সময় সংবাদপত্রেবিভাগীয় সম্পাদিকাপিয়ালী মুখার্জী৷

Previous articleবাংলাদেশে শান্তি রক্ষায় কড়া বার্তা শেখহাসিনার
Next articleDesher Samay দেশের সময় ই পেপার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here