দেশের রান্নাঘর: মাশরুম স্টিক

0
1138

*মাশরুম স্টিক*

সোমা দেবনাথ:

আমরা সকলেই বিভিন্ন রকম খাদ্য খাবারের সাথে পরিচিত ৷ প্রায় সকলেই চিকেন স্টিক ,পনির স্টিক ,মটন স্টিকের সাথে পরিচিত । কিন্তু আজকের রেসিপি একেবারেই আলাদা ৷ সম্পূর্ণ অন্য স্বাদের৷
সান্ধ্যকালীন আড্ডায় এই রেসিপি একেবারে পারফেক্ট।বাড়ীতে ফ্রিজে যদি রাখা থাকে মাশরুম ব্যাস ১০ মিনিটেই রেডি চটপটা মাশরুম স্টিক।

*উপকরন:* বড়ো মাশরুম (মোটা করে কেটে নিতে হবে),মাখন, ক্যাপসিকাম, ও নুন, হলুদ, চিনি, একটা পেঁয়াজ কুচি, দু কোয়া রসুন, এক চামচ আদা বাটা৷

*প্রনালী:* মাশরুম গুলো গরম জলে ভালো করে সেদ্ধ করে নিতে হবে ৷ এরপর কড়াই -এ অল্প আঁচে ২ চামচ মাখন দিয়ে , আগে থেকে সেদ্ধ করে রাখা মাশরুম গুলোকে অল্প করে ভেজে নিতে হবে স্বাদ মতো নুন ও পরিমাণ মতো হলুদ দিয়ে৷ভাজা হয়ে গেলে একটি আলাদা পাত্রে তুলে রাখতে হবে। এরপর ,প্যানে ২ চামচ মাখন -এর মধ্যে একে একে পেঁয়াজ বাটা , আদা বাটা ও রসুন বাটা দিয়ে ভালো করে নাড়তে হবে৷ তারপর একে একে স্বাদ মতো নুন, হলুদ ,ও চিনি দিয়ে ভালো ভাবে কষাতে হবে ৷তারপর ওই মিশ্রণে আগে থেকে ভেজে রাখা মাশরুম মিশিয়ে নিয়ে আলাদা করে তুলে রাখতে হবে।এরপর প্যানে ২ চামচ মাখন ও হালকা নুন দিয়ে ক্যাপসিকাম গুলোকে হালকা আঁচে ভেজে নিতে হবে৷এরপর একটা সার্ভিং বোলে বড়ো বড়ো কাঠিতে দুটি মাশরুমের টুকরো ও একটি ক্যাপসিকামের টুকরো এভাবে গেঁথে স্টিক তৈরী করতে হবে৷তারপর , স্টিক গুলো একে একে হালকা আগুনে সেঁকে নিতে হবে। সবশেষে, একটি সার্ভিং ডিশে একটা একটা করে স্টিক গুলো সাজিয়ে , তার উপর একটু সস ছড়িয়ে দিলেই ব্যাস রেড়ি গরম গরম মাশরুম স্টিক।

Previous articleনিয়ম ভাঙলেই ব্যবস্থা নেবে পুলিশ, কড়া নির্দেশ রাজ্যে
Next articleজনতা কার্ফুতে কোন কোন ট্রেন বাতিল,বিবৃতি দিয়ে জানাল রেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here