তুষারপাত সান্দাকাফুতে

0
729

দেশের সময় ওয়েবডেস্ক:অবশেষে বরফ পড়তে শুরু করেছে দার্জিলিঙে। মঙ্গলবার সকালেই সান্দাকফুতে বরফ পড়া শুরু হয়। দার্জিলিঙে তাপমাত্রা এক ধাক্কায় নেমে গিয়েছে অনেকটা। বড়দিনে কনকনে ঠান্ডা পড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মরশুমের প্রথম তুষারপাতে সান্দাকফু জুড়ে উৎসবের আবহ। পর্যটকদের আগমন বাড়বে বলে মনে করছেন হোটেল ব্যবসায়ীরা। ঘূর্ণিঝড় ফেতাইয়ের প্রভাবেই আচমকা এই তাপমাত্রার পতন বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে প্রতিবেশী রাষ্ট্র ভুটানেও মরশুমের প্রথম তুষারপাত হয়েছে মঙ্গলবার। সেকারণে গোটা দেশে ছুটি ঘোষণা করা হয়েছে। কারণ ভুটানবাসী মনে করেন প্রথম তুষারপাত মঙ্গলবার্তা নিয়ে আসে। দেশের স্বরাষ্ট্র এবং সংস্কৃতি মন্ত্রকের তরফে জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সারাদিনই ভুটানে তুষারপাত চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এবারের শীতে পর্যটকদের ভিড় বারবে বলে মনে করেছেন হোটেল ব্যবসায়ীরা।

Previous articleশুরু হচ্ছে কলকাতা সাহিত্য উৎসব, জানুন বিস্তারিত
Next articleবনগাঁ পৌরস্তর ছাত্র-যুব উৎসব

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here