দেশের সময়: সকাল থেকে উত্তর ২৪ পরগনার অশোকনগর বিধানসভা কেন্দ্রে সংযুক্ত মোর্চার প্রার্থী তাপস ব্যানার্জি এগিয়ে থাকলেও এই মুহূর্তে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামী। অন্যদিকে, চতুর্থ রাউন্ড শেষে বনগাঁ মহকুমার চারটি বিধানসভা কেন্দ্রের মধ্যে দুটিতে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থীরা। বাকি দুটিতে এগিয়ে তৃণমূল। অন্যদিকে, এখনও পর্যন্ত অশোকনগরে আইএসএফ এবং হাবড়ায় তৃণমূল প্রার্থী এগিয়ে রয়েছেন।
চতুর্থ রাউন্ড শেষে বাগদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ দাস ৪০৪৬ ভোটে এগিয়ে রয়েছেন। বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আলোরানী সরকার তৃতীয় রাউন্ডের শেষে ৩৫৩৫ ভোটে এগিয়ে। বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্যামল রায় তৃতীয় রাউন্ড শেষে ১৬৭২ ভোটে এগিয়ে।
পাশাপাশি, ষষ্ঠ রাউন্ডের শেষে গাইঘাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুব্রত ঠাকুর ১৬২৫ ভোটে এগিয়ে রয়েছেন। হাবড়ার বিজেপি প্রার্থী রাহুল সিনহা থেকে ৬৫০৯ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূলের জ্যোতিপ্রিয় মল্লিক। অশোকনগরে সংযুক্ত মোর্চার প্রার্থী তাপস ব্যানার্জিকে পেছনে ফেলে তৃণমূল প্রার্থী নারায়ন গোস্বামী ৪৭৬০ ভোটে এগিয়ে গেলেন।