দেশের সময় ওয়েবডেস্কঃ খুব শীঘ্রই না কি মহেন্দ্র সিং ধোনিকে দেখা যাবে বিজেপি-তে! এমনই দাবি করলেন ঝাড়খণ্ডের বিজেপি নেতা এবং প্রাক্তন মন্ত্রী সঞ্জয় পাসোয়ান। তিনি বলেছেন, খুব শীঘ্রই ধোনি ‘টিম মোদি’-র সদস্য হবেন। এ নিয়ে অনেক দিন ধরেই কথাবার্তা চলছে। এখন তা নাকি প্রায় চূড়ান্ত হওয়ার পথে।
বিশ্বকাপের পর ধোনির অবসর নিয়ে চারিদিকে জল্পনা। সেই জল্পনা আরও উস্কে দিয়েছে এই খবর। সংবাদসংস্থা আই এ এন এস-কে সাক্ষাৎকারে সঞ্জয় পাসোয়ান বলেছেন, ধোনি তাড়াতাড়ি অবসর নেবেন। তারপরেই চলে আসবেন রাজনীতিতে। বিজেপি-র হয়ে।
লোকসভা নির্বাচনের আগে গৌতম গম্ভীর বিজেপি-তে যোগ দেন। ভোটে জিতে সাংসদও হয়ে গিয়েছেন তিনি। তবে এই সব জল্পনায় ধোনির দিক থেকে এখনও পর্যন্ত কোনও ইঙ্গিত পাওয়া যায়নি বলে সুত্রের খবর।