টিম মোদী’তে ধোনি আসছেন অবসরের পরেই! দাবি বিজেপি নেতার

0
813

দেশের সময় ওয়েবডেস্কঃ খুব শীঘ্রই না কি মহেন্দ্র সিং ধোনিকে দেখা যাবে বিজেপি-তে! এমনই দাবি করলেন ঝাড়খণ্ডের বিজেপি নেতা এবং প্রাক্তন মন্ত্রী সঞ্জয় পাসোয়ান। তিনি বলেছেন, খুব শীঘ্রই ধোনি ‘টিম মোদি’-র সদস্য হবেন। এ নিয়ে অনেক দিন ধরেই কথাবার্তা চলছে। এখন তা নাকি প্রায় চূড়ান্ত হওয়ার পথে।

বিশ্বকাপের পর ধোনির অবসর নিয়ে চারিদিকে জল্পনা। সেই জল্পনা আরও উস্কে দিয়েছে এই খবর। সংবাদসংস্থা আই এ এন এস-কে সাক্ষাৎকারে সঞ্জয় পাসোয়ান বলেছেন, ধোনি তাড়াতাড়ি অবসর নেবেন। তারপরেই চলে আসবেন রাজনীতিতে। বিজেপি-র হয়ে।


লোকসভা নির্বাচনের আগে গৌতম গম্ভীর বিজেপি-তে যোগ দেন। ভোটে জিতে সাংসদও হয়ে গিয়েছেন তিনি। তবে এই সব জল্পনায় ধোনির দিক থেকে এখনও পর্যন্ত কোনও ইঙ্গিত পাওয়া যায়নি বলে সুত্রের খবর।

Previous articleলোকসভায় লকেটের প্রশ্ন!মমতা সরকারের জবাব চাইল স্বরাষ্ট্র মন্ত্রক
Next articleটানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর-পূর্ব ভারত সহ অসম মৃত অন্তত ১০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮ লক্ষ মানুষ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here