জোট নিয়ে বুধবার সরাসরি সনিয়া- মমতা আলোচনা, জানিয়ে দিলেন কমল নাথ

0
416

দেশের সময় ওয়েবডেস্কঃ বিরোধী জোটে সিলমোহর দিতে দিল্লি সফরে গিয়েছেন। বুধবার তা নিয়ে কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর সঙ্গে দেখা করার কথা রয়েছে। তার আগে মঙ্গলবার দিল্লিতে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা কমল নাথের সঙ্গে দেখা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী জোট গড়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছেন মমতা। এই সময় কমলনাথের সঙ্গে তাঁর সাক্ষাৎ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ মমতা কংগ্রেস ছেড়ে বেরিয়ে যাওয়ার পর, ২০০১ সালে বাংলার বিধানসভা নির্বাচনে তৃণমূল এবং কংগ্রেসের জোট গড়ার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কমলনাথের। তাই সনিয়ার সঙ্গে  জোট নিয়ে আলোচনার আগে কমলনাথের সঙ্গে পরামর্শ করেই মমতা এগোতে চাইছেন বলে জল্পনা

২০২৪-এর রণকৌশল নিয়ে সনিয়া গান্ধির সঙ্গেই সরাসরি কথা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ এ দিন দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরে এই সম্ভাবনায় সিলমোহর দিলেন কংগ্রেস নেতা কমল নাথ৷ দিল্লিতে গিয়ে কমলনাথের সঙ্গেই প্রথম বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

আগামিকাল, বুধবার সনিয়া গান্ধির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মমতার৷ এ দিন বেলা দুটো নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে আসেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ৷ দিল্লিতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে উঠেছেন মমতা৷ কমল নাথকে স্বাগত জানাতে বাড়ির বাইরে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী৷ দু’ জনের মধ্যে প্রায় চল্লিশ মিনিট বৈঠক হয়৷

বৈঠক শেষে কমল নাথ দাবি করেন, দেশের বর্তমান পরিস্থিতি নিয়েই মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে তাঁর৷ পেট্রোল- ডিজেলের চড়া দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি নিয়েও আলোচনা হয়েছে৷ কমলনাথ বলেন, ‘সাম্প্রতিক সময়ের বিভিন্ন জ্বলন্ত ইস্যু নিয়ে আমাদের কথা হয়েছে৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার দীর্ঘ দিনের পরিচয়, তাই তাঁকে শুভেচ্ছা জানাতে এসেছিলাম৷’ কংগ্রেস শীর্ষ নেতাকে প্রশ্ন করা হয়, ২০২৪-এর রণকৌশল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনও কথা হয়েছে কি না? জবাবে কমল নাথ বলেন, ‘এ বিষয়ে আমাদের দলের নেতৃত্বের সঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আলোচনা হবে৷

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এলেন কংগ্রেস নেতা আনন্দ শর্মা৷

মুখ্যমন্ত্রীর এবারের দিল্লি সফরকে আসলে বিরোধীদের একজোট করার উদ্যোগ হিসেবেই দেখছে রাজনৈতিক মহল৷ কমল নাথের এ দিনের মন্তব্যের পর সেই সম্ভাবনায় সিলমোহর পড়ল৷ ২০২৪-এর লড়াইয়ে সনিয়া গান্ধি সহ কংগ্রেস শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে কতটা গুরুত্ব দিচ্ছেন, তাও স্পষ্ট হয়ে গেল৷ কমল নাথ বেরিয়ে যাওয়ার পর পরই আর এক শীর্ষ কংগ্রেস নেতা আনন্দ শর্মা মমতার সঙ্গে দেখা করতে আসেন৷ আজই সন্ধ্যায় কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভির সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর৷

তার আগে এ দিন বিকেলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রাজ্যের দাবিদাওয়া নিয়ে বৈঠক করেন তিনি৷ আগামী কয়েকদিনে শরদ পাওয়ার, অরবিন্দ কেজরীওয়াল সহ বিরোধী শিবিরের একাধিক গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী৷

Previous articleঅলিম্পিক বক্সিংয়ে ভারতের দুরন্ত সাফল্য, জার্মানির বক্সারকে হারিয়ে শেষ আটে অসমের লাভলিনা
Next articleএবার দিল্লিতে দাঁড়িয়েই আওয়াজ তুললেন দিদি,পেগাসাস নিয়ে সর্বদল বৈঠক, আদালতের নজরদারিতে তদন্ত চাইলেন মমতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here