জাঁকিয়ে শীত পড়ল রাজ্যে,পারদ নামল চার ডিগ্রি

0
425

দেশের সময় ওয়েব ডেস্কঃ পশ্চিমী ঝঞ্ঝা সরতেই সোমবার সকাল থেকেই জাঁকিয়ে ঠান্ডা পড়ল রাজ্যে। কলকাতায় আজ তাপমাত্রা ১২.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। কাল রাতে আকাশ পরিষ্কার থাকলেও আজ সকাল থেকেই ঘন কুয়াশা ছিল, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অবশ্য কুয়াশা কমতে থাকে, সঙ্গে বাড়তে থাকে ঠান্ডা।

কাল প্রায় সারাদিনই মেঘ ও কুয়াশার দাপটে সূর্যের মুখ দেখা যায়নি। তবে ঝঞ্ঝা কাটতেই নিজের মেজাজে ফিরেছে শীত।

আবহাওয়াবিদদের মতে, যেহেতু উত্তর-পূর্ব ভারত থেকে শীতল হওয়া প্রবেশের পথে বাধা ছিল এবং সেভাবে তুষারপাত হচ্ছিল না তাই দক্ষিণবঙ্গে উত্তুরে হাওয়ার দাপট সেভাবে দেখা যাচ্ছিল না। তবে উত্তরবঙ্গে বৃষ্টি চলায় সেখানে আগেই শীত পড়ে গিয়েছিল। তুষারপাতও শুরু হয়ে গিয়েছিল। তাই উত্তরবঙ্গে আগেই জাঁকিয়ে ঠান্ডা পড়ে গিয়েছিল। দার্জিলিং এবং সিকিমের উঁচু পাহাড়ি এলাকায় তুষারপাতও হয়েছিল। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে জবুথবু ভাব থাকলেও সেভাবে শীত পড়ছিল না। আজ শীত পড়ে গেল। অন্তত দু’দিন পারদ নামার সম্ভাবনা রয়েছে।

ভোররাতের দিকে কুয়াশা থাকায় জাতীয় সড়কগুলিতে গাড়ির গতি কম ছিল। অনেক জায়গাতেই ভোররাতে আগুন পোহাতে দেখা গেছে ট্রাক চালকদের৷

এদিন বেলা বাড়ার সঙ্গে তামমাত্রাও বাড়বে, দুপুর দুটোয় তাপমাত্রা বেড়ে ২২ ডিগ্রি সেলসিয়াস হবে বলে মনে করা হচ্ছে।

Previous articleরক্তাক্ত জেএনইউ!অভিযোগ এবিভিপি-র বিরুদ্ধে
Next articleYour Shot 🔘জীবিকার টানে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here