চোখের সামনে সবাই দেখলেন, এগিয়ে এলেন না কেউই, চিকিৎসক বললেন ‘মৃত্যূ হয়েছে’!দেখুন ভিডিও

0
75
রাহুল দেবনাথ  দেশের সময়

অমানবিক ঘটনার সাক্ষী থাকল হাবড়া স্টেশন ! ট্রেন থেকে অসুস্থ বৃদ্ধাকে তিন তরুণী স্টেশনে নামানোর পর হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সবাইকে সাহায্যের জন্য এগিয়ে আসার আবেদন করলেও অভিযোগ, সবাই দাঁড়িয়ে দেখলেন। এগিয়ে এলেন না কেউই।

প্রায় দশ মিনিট এভাবেই সময় কেটে যায়। কেউ এগিয়ে এলেন না যখন তখন মরণাপন্ন ওই বৃদ্ধাকে টোটোয় চাপিয়ে ওই তিন তরুণী নিজেরাই নিয়ে এলেন হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে। তবে হাসপাতালে আনার কিছুক্ষণ পরই চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। দেখুন ভিডিও

ঘটনার পরেই মানবিকতা নিয়ে প্রশ্ন তুললেন তরুণীরা। আগেই অসুস্থ বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে এলে হয়তো প্রাণে বাঁচানো যেত। কিন্তু কেউই কিছু উদ্যোগ নিলেন না। সামাজিক ‘দায়িত্ব’ এড়িয়ে গেলেন সকলেই।

আনুমানিক বছর সত্তরের ওই মৃত বৃদ্ধার কাছে একটি ব্যাগ পাওয়া গিয়েছিল। তার মধ্যে ব্যাঙ্কের বই এবং বৃদ্ধার একটি ছাতা ছিল। অশোকনগর থেকে তিনি ট্রেন ধরে হাবড়ার উদ্দেশে আসছিলেন।

এদিন দুপুরের এই ঘটনায় স্বাভাবিকভাবেই একশ্রেণির মানুষের মানবিকতা হারানো নিয়ে উঠছে প্রশ্ন। প্রশ্ন উঠেছে রেলের ভূমিকা নিয়েও। কারণ, অসুস্থ ওই বৃদ্ধা বেশ কিছুক্ষণ হাবড়া স্টেশনেই ছিলেন বলে জানা গিয়েছে।

এবিষয়ে শিয়ালদহ ডিভিশনের সিনিয়র জন সংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, ‘হাবড়া স্টেশন মাস্টার জানিয়েছেন এবিষয়ে সহযোগিতা চেয়ে তাঁর সঙ্গে কেউ যোগাযোগ করেননি।’

Previous articleSunita Williams, Butch Wilmore to return to Earth on March 18 মহাকাশ থেকে ফ্লরিডা উপকূল,  কী ভাবে পৃথিবীতে পা ফেলবেন  নভোশ্চর জুটি সুনীতা ও বুচ? দেখুন ভিডিও
Next articleMamata Attend Iftar Party: আমি যখন দুর্গাপুজো, কালীপুজো করি তখন তো প্রশ্ন করেন না ! ফুরফুরা শরিফ থেকে প্রশ্ন তুললেন মমতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here