চিটফান্ড মামলায় সিবিআই গ্রেফতার করল রোজভ্যালির মালিক গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রাকে

0
959

দেশের সময় ওয়েবডেস্কঃ চিটফান্ড মামলায় আরও এক গ্রেফতার বাংলায়। রোজভ্যালির মালিক গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুকে গ্রেফতার করল সিবিআই। তাঁকে সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হচ্ছে বলে খবর। আগামীকাল শুভ্রাকে ভুবনেশ্বর আদালতে তোলা হবে।
এর আগে সাউথ সিটির ফ্ল্যাটে তাঁকে জেরা করতে গিয়েছিল সিবিআই। কখনও ইডি কর্তাদেরও সেখানে দেখা গিয়েছে। ২০১৯ সালের মাঝামাঝি সময়ে একাধিকবার সাউথ সিটিতে হানা দিয়ে তাঁকে পাওয়া যায়নি। তবে ২০২০ সালের গোড়ায় একবার সিজিও কমপ্লেক্সে এসে হাজিরা দিয়েছিলেন শুভ্রা।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, গৌতম কুণ্ডু গ্রেফতার হওয়ার পর কয়েকশো কোটি টাকা বিদেশে পাচার করার কাজ করেছিলেন তিনি। উচ্চপদস্থ প্রশাসনিক কর্তাদের সঙ্গেও তাঁর যোগাযোগ ছিল বলে অভিযোগ।

গত দেড়-দু’বছরে রোজভ্যালির গয়নার বিপণি অদ্রিজা জুয়েলারির বিভিন্ন স্টোরে সিবিআই বিরাট দল নিয়ে হানা দিয়েছিল। সেখান থেকে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ নথি। তারপর শুভ্রাকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই।
সেই সময়েই জানা গিয়েছিল, অদ্রিজা জুয়েলারির বাগুইআটির স্টোরেই অন্তত ৭০০ কোটি টাকা গরমিল নজরে এসেছে। সবকটি স্টোর মিলিয়ে সেই অঙ্কটা বিপুল বলে অভিযোগ।

রোজভ্যালি গ্রুপের বেশ কয়েকটি সংস্থার মাথায় ছিলেন শুভ্রা। টিভি চ্যানেলের বড় পদে ছিলেন তিনি। এর আগে ইডি সূত্রে জানা গিয়েছিল, সেই টেলিভিশন চ্যানেলে প্রোগ্রামিং নিয়েও নাকি দুর্নীতি হয়েছিল। এবং তাতে শুভ্রার যোগ ছিল বলে অভিযোগ। তা ছাড়া মন্দারমণির রিসর্টও দেখতেন শুভ্রা।
কয়েক দিন আগেই রোজভ্যালি মামলায় প্রযোজক শ্রীকান্ত মোহতা জামিন পেয়েছেন। শ্রাকান্তের সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিলমসের সঙ্গে চুক্তিতে রোজভ্যালির পক্ষে সই করেছিলেন শুভ্রাই। এর আগে তাঁর সঙ্গে যোগাযোগ ও ইত্যাদি নানান অভিযোগে কলকাতার প্রাক্তন পুলিশ কর্তা মনোজ কুমারকে গ্রেফতার করেছিল ইডি। এখন দেখার এর পর কার দিকে হাত বাড়ায় সিবিআই।

Previous articleহঠাৎ দিল্লিতে শতাব্দী, বিজেপি যোগের জল্পনা তুঙ্গে
Next articleদিল্লিতে কী বিজেপি’র মহা যোগদান মেলা?একাধিক হেভিওয়েট তৃণমূল নেতা-নেত্রীর যাত্রাপথ নিয়ে জল্পনা তুঙ্গে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here