চার কর্পোরেশনে নির্বাচন ২২ তারিখ, ঘোষণা কমিশনের

0
437

দেশের সময় ওয়েবডেস্কঃ হাওড়া কর্পোরেশনের ভোট ভবিষ্যৎ ঝুলেই রইল। সেটা বাকি রেখেই শিলিগুড়ি, বিধাননগর, চন্দননগর ও আসানসোল কর্পোরেশনের ভোটের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। ২২ জানুয়ারি ভোটগ্রহণ হবে চার কর্পোরেশনে। ২৫ জানুয়ারি হবে গণনা।

কমিশন জানিয়েছে, হাওড়া নিয়ে রাজ্য সরকার অবস্থান স্পষ্ট করেনি। তাই সেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেনি কমিশন। বাকি চার কর্পোরেশনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৩ জানুয়ারি। মনোনয়ন প্রত্যাহার করার শেষ দিন ৬ জানুয়ারি। যদি কোথাও পুণরায় ভোট গ্রহণ করতে হয় তাহলে তা হবে ২৪ জানুয়ারি। সকাল ৭টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত হবে ভোটগ্রহণ।

এ দিন পুরভোট নিয়ে সর্বদল বৈঠক ডেকেছিল নির্বাচন কমিশন৷ যদিও সেই বৈঠক ছেড়ে মাঝপথেই বেরিয়ে যায় বিজেপি সহ বাম, কংগ্রেস৷ তা সত্ত্বেও অবশ্য ভোটের নির্ঘণ্ট ঘোষণা থেকে পিছিয়ে আসেনি নির্বাচন কমিশন৷

এদিন নির্বাচন কমিশন জানিয়েছে, আজ থেকেই আদর্শ আচরণবিধি জারি হয়ে যাবে চার কর্পোরেশন এলাকায়। আগামী কাল থেকেই মনোনয়ন জমা দেওয়া যাবে। কমিশন এও জানিয়েছে, কলকাতার মতো এই চার কর্পোরেশনের সব বুথেও সিসিটিভি থাকবে। তবে ভোটের দায়িত্বে থাকবে রাজ্য পুলিশই।

Previous articleমাদার টেরেসার সংস্থার সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করেছে কেন্দ্র,টুইট করে জানালেন ক্ষুব্ধ মমতা
Next articleMamata Banerjee: বৃষ্টির পূর্বাভাস‌, বদলাল মমতার গঙ্গাসাগর সফর সূচি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here