![](https://deshersamay.com/wp-content/uploads/2021/04/DS-AD-12X10-1024x853.jpg)
দেশের সময় ওয়েবডেস্কঃ রাত পোহালেই নদীয়ার কিছু এলাকায় নির্বাচন। সেখানেই অন্যদফার নির্বাচনী প্রচারে মতুয়া মন মতুয়া ভোট জিততে কল্পতরু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মতুয়া অধ্যুষিত নদীয়ার তেহট্টের জনসভা থেকে অমিত শাহ বলেন, ক্ষমতায় এলে মতুয়া ধাম ঠাকুরনগরকে ঢেলে সাজাবে বিজেপি সরকার। একইসঙ্গে নাগরিকত্ব ইস্যু নিয়ে প্রতিশ্রুতির বন্যা শাহের মুখে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/04/AD-1024x682.jpg)
সভা মঞ্চ থেকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই বর্তমান তৃণমূলসরকারকেও আক্রমণ করেন শাহ। তাঁর মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় থাকলে মতুয়ারা নাগরিকত্ব পাবে না। কারণ গত ১০ বছর ধরে তৃণমূল সরকার শুধু মিথ্যে প্রতিশ্রুতিই দিয়ে গিয়েছেন। অমিত শাহ এ দিন বলেন, “মতুয়া, নমঃশুদ্র সমাজের সদস্যদের নাগরিকত্ব দিতেই হবে। ক্ষমতায় এলেই মতুয়া-নমঃশুদ্র বিকাশ বোর্ড গঠন করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি ২ মে যাচ্ছেন। মতুয়া সমাজ এবার নাগরিকত্ব পাবেই। ”
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/04/DOCTOR-AD-01-scaled.jpg)
এদিনের মঞ্চ থেকে শাহের ঘোষণা, ক্ষমতায় এসেই ঠাকুর নগরে পর্যটন টানতে ঢেলে সাজাবে সরকার। শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরের ধামকে পর্যটনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বিজেপি সরকারের বলে জানান শাহ। তিনি বলেন, এরপর ঠাকুরনগর স্টেশনের নাম বদলে করা হবে শ্রীধাম ঠাকুরনগর।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/04/carbazar-ad-scaled.jpg)