দেশের সময়ওয়েবডেস্কঃ শুক্রবার রাত একটা নাগাদ কানপুরের কাছে লাইনচ্যুত হল পূর্বা এক্সপ্রেসের পাঁচটি কামরা। হাওড়া থেকে ট্রেনটি যাচ্ছিল দিল্লিতে। কানপুর থেকে ১৫ কিলোমিটার দূরে রুমা নামে এক গ্রামের কাছে দুর্ঘটনা হয়। রাতে সেখানে পৌঁছেছেন উদ্ধারকারীরা। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
https://twitter.com/ANINewsUP/status/1119412681897803776/photo/1
ছবি এএনআই টুইট থেকে সংগৃহীত,
কানপুরের জেলাশাসক বিজয় বিশ্বাস পন্থ বলেছেন, উদ্ধারের কাজ চলছে। গভীর রাত অবধি কারও মারা যাওয়ার খবর নেই। কয়েকটি বাসে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের যাত্রীদের নিয়ে যাওয়া হচ্ছে কানপুরে। সেখান থেকে তাঁরা যাতে দিল্লি যেতে পারেন, সেজন্য রেল কর্তৃপক্ষ বিশেষ ট্রেনের ব্যবস্থা করছে।