কলকাতায় উদ্ধার ৪৮ কেজি গাঁজা, গ্রেফতার ২

0
402

দেশের সময় ওয়েবডেস্কঃ শহরের বিভিন্ন প্রান্তে গাঁজা পাচারের বন্দোবস্ত করেছিল পাচারকারীরা। তবে তাদের সব পরিকল্পনাই ভেস্তে দিয়েছে কলকাতা পুলিশ। শহর জুড়ে অভিযান চালিয়ে ইতিমধ্যেই ৪৮ কেজি গাঁজা, নগদ ১ লক্ষ ৬ হাজার টাকা এবং একটি দামী বাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ। গ্রেফতারও করা হয়েছে ২ জনকে। জানা গিয়েছে, ঝন্টু দাস এবং মিলন মণ্ডল নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ঝন্টু মধ্যমগ্রামের বাসিন্দা। আর মিলন নিউটাউনের বাসিন্দা। এদের গ্রেফতার করেছে রাজারহাট থানার পুলিশ। আজ তাদের বারাসাত আদালতে পেশ করা হয়েছিল।

পুলিশ সূত্রে খবর, গত কাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে রাজারহাটের হারোয়া খাল এলাকায় হানা দিয়ে একটি বাইক বাজেয়াপ্ত করে পুলিশ। সেই সঙ্গে বাইকের দুই আরোহীকেও প্রথমে আটক করা হয়। পরে তাদের গ্রেফতার করে পুলিশ/ এই দু’জনের সঙ্গে ছিল দুটি বস্তা। তার মধ্যে থেকেই উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা। দুই বাইক আরোহীকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় ওড়িশা থেকে আমদানী করা হয়েছিল এই গাঁজা।

তারপর কলকাতার বিভিন্ন প্রান্তে সেটা বিক্রির পরিকল্পনা ছিল এই দু’জনের। এমনকি পুলিশের হাতে পাকড়াও হওয়ার আগেই এক জায়গায় গাঁজা বিক্রি করে ফিরছিল এই দুই যুবক। গাঁজা বিক্রির টাকাও উদ্ধার হয়েছে এই দু’জনের কাছ থেকে।

পুলিশ জানিয়েছে এর আগেও গাঁজা উদ্ধারের হয়েছিল ঝন্টু দাসের কাছ থেকে। সেবারও গ্রেফতার হয়েছিল ঝন্টু। আজ ধৃতদের বারাসাত কোর্টে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। তাদের পরিকল্পনা ছিল যেসব জায়গায় ঝন্টু এবং মিলন গাঁজা বিক্রি করেছে সেইসব এলাকায় তাদের সঙ্গে করে নিয়ে গিয়েই সবকিছু খতিয়ে দেখা। 

এর পাশাপাশি এই মাদক চক্রের সঙ্গে আর কে বা কারা যুক্ত, এই চক্রের প্রধান কে সেইসবও জানার চেষ্টায় রয়েছে পুলিশ। আগামী দিনে কোথায় কোথায় গাঁজা বিক্রির কথা ছিল সেই সব জায়গাতেও তল্লাশি চালানোর পরিকল্পনা রয়েছে পুলিশের।

Previous articleফের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল কলকাতা পুলিশের এক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের
Next articleআকাশে তিনটি সূর্য!‌ অবিশ্বাস্য তো?‌ কিন্তু এমনই হল চীনে!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here